পরিণীতি ‘গায়িকা’ থেকে নায়িকা!
এখনকার বলিউড নায়িকা পরিণীতি চোপড়াকে ২০০৩ সালে কেউ কি চিনতেন? উত্তর হলো—না। কিন্তু সে সময়ে ভারতের রাষ্ট্রীয় টেলিভিশন দূরদর্শনে দেশাত্মবোধক গান গেয়েছিলেন পরিণীতি। সেই ‘গায়িকা’ই আজ হয়ে উঠেছেন ‘নায়িকা’। কিন্তু ভুলে যাননি সেই গান গাওয়ার কথা। তাই তো হুট করেই সেই অনুষ্ঠানের একটি ভিডিও ফুটেজ নিজের ফেসবুক পেজে শেয়ার করেছেন পরিণীতি নিজেই।
২০০৩ সালে ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে গানটি গেয়েছিলেন পরিণীতি। সে সময় তাঁর সঙ্গে ছিলেন ছোট ভাই শিভাং।
সুরসঙ্গম নামে একটি গানের স্কুলে তখন গান শিখতেন দুই ভাইবোন। আর সেই স্কুলের হয়েই দূরদর্শনের বিশেষ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তাঁরা।
২০১১ সালে যশ ফিল্মসের ‘লেডিস ভার্সেস রিকি ব্যাল’ ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয়ের মাধ্যমে বলিউডে যাত্রা শুরু করেন পরিণীতি।
পরের বছর ‘ইশাকজাদে’ ছবির মাধ্যমে একক নায়িকা হিসেবে যাত্রা শুরু করেন তিনি। এরপর ‘শুদ্ধ দেশি রোমান্স’, ‘হাসি তো ফাঁসি’ এবং সর্বশেষ ২০১৪ সালে ‘কিল দিল’ ছবিতে অভিনয় করেন পরিণীতি।
শেষ দুটি ছবি ব্যবসা করতে না পারায় ২৭ বছর বয়সী এই অভিনেত্রীর হাতে নতুন কোনো ছবি নেই। তবে এখনো আলোচনায় আছেন তিনি।
Facepalm!!! 13 years ago :) It was a special Independence day programme and my brother Shivang (in blue) and I represented our music school SurSangam on tv!! #Doordarshan #FirstTimeOnTv Thanks to all my fans who found this video .. I had forgotten all about it!!
Posted by Parineeti Chopra on Monday, 25 January 2016