সন্ত্রাসী হামলা ঠেকাতে বাগদাদজুড়ে দেয়াল
সন্ত্রাসী হামলা ঠেকাতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ইরাক সরকার। দেশটির রাজধানী বাগদাদের বিস্তীর্ণ অংশে নির্মাণ করা হচ্ছে দেয়াল।
দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, কেবল হামলা ঠেকানো নয়, বাগদাদে অসংখ্য তল্লাশিচৌকি কমানোর ব্যবস্থা হিসেবেও দেয়াল নির্মাণ করা হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল সাদ মান বার্তা সংস্থা এপিকে বলেন, চলতি সপ্তাহেই কাজ শুরু হয়েছে। ১০০ কিলোমিটার এলাকাজুড়ে নির্মিত হবে এ দেয়াল।
সাদ মান বলেন, ওই দেয়াল হবে অংশত কংক্রিটের। এর উচ্চতা হবে তিন মিটার বা ১০ ফুট।
২০০৩ সালে ইঙ্গ-মার্কিন হামলার পর থেকে ইরাকের রাজধানী বাগদাদে আত্মঘাতী বোমা হামলা নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এসব হামলায় রাজধানী শহরের বিপুলসংখ্যক মানুষ নিহত হয়েছে।
সাম্প্রতিক কালের হামলাগুলোর বড় অংশ চালিয়েছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।