সিনেমা নয়, ৭ কেজি ওজন কমিয়ে মিউজিক ভিডিওর মডেল হলেন দীঘি
ঢাকাই সিনেমার উঠতি চিত্রানায়িকা প্রার্থনা ফারদিন দীঘির ওজন দিয়ে প্রায়ই কথা চালাচালি করেন পরিচালক থেকে সমালোচকরা। সেই দীঘি ওজন কমিয়েছেন সাত কেজি। ‘ভালো থাকার কারণ’ গানচিত্রের মডেল হয়েছেন এই নায়িকা, সে প্রসঙ্গেই জানিয়েছেন এই কথা।
গানটির কথা, সুর ও কণ্ঠ তানজীব সারোয়ারের। সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার। আর গানটির রেশ ধরে সাভারের ফিল্মভ্যালিসহ বিভিন্ন লোকেশনে ঘুরে ভিডিওটি বানিয়েছেন উজ্জ্বল রহমান। যাতে স্কুলগার্ল দীঘির বিপরীতে পাওয়া গেছে কণ্ঠশিল্পী তানজীবকেই।
মিউজিক ভিডিওর নির্মাতা উজ্জ্বল রহমান বলেন, ‘‘এর আগে দীঘিকে নিয়ে ‘আউলা ঝাউলা’ শিরোনামের একটি মিউজিক ভিডিও বানিয়েছিলাম। বেশ জনপ্রিয় হয়েছিল। আবারও তাকে নিয়ে নতুন কাজটি করেছি। এটি একটি পিওর রোমান্টিক গান। কাজটির জন্য দীঘি ৭ কেজি ওজন কমিয়েছে। আমার বিশ্বাস বদলে যাওয়া দীঘিকে দেখে সবার ভালো লাগবে।’’
এদিকে, কণ্ঠশিল্পী তানজীব বলেন, ‘এখানে আমাকে কেমন লাগছে সেটা জানি না। তবে দীঘির লুক পুরো চেঞ্জ। নতুন দীঘিকে দেখে আমি নিজেও মুগ্ধ।’
৯ ফেব্রুয়ারি আরটিভি মিউজিকের ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে গানটি।