ভৈরবে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/02/13/bhairb-gaanjaa.jpg)
কিশোরগঞ্জের ভৈরবে ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের রাজনগর উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে।
গ্রেপ্তার মাদক কারবারিরা হলেন—ব্রাহ্মণবাড়িয়া সদরের মধ্যপাড়া এলাকার রকিবুল্লাহ ও একই এলাকার কেফাতুল্লাহ।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকছুদুল হক বলেন, ‘সকাল ১০টার দিকে ভৈরব থানার উপপরিদর্শক (এসআই) রাসেল মাহমুদের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শিমুলকান্দি ইউনিয়নের রাজনগর উচ্চ বিদ্যালয়ের সামনে অভিযান চালায়। এ সময় একটি পিকআপ তল্লাশি করে ৫০ কেজি গাঁজা জব্দ করা হয়। পরে পিকআপে থাকা মাদক কারবারি রকিবুল্লাহ ও কেফাতুল্লাহকে গ্রেপ্তার করা হয়। এ সময় পিকআপটিও জব্দ করা হয়।’
ওসি মাকছুদুল হক আরও বলেন, ‘পুলিশ বাদী হয়ে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ভৈরব থানায় মামলা করেছে।’