৭১ বছর পরও জার্মানিতে যুদ্ধাপরাধের বিচার
দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে ১৯৪৫ সালে। এরপর কেটে গেছে ৭১টি বছর। তারপরও পার পাচ্ছে না কোনো অপরাধী। দীর্ঘ সময় পরও অনেককে যুদ্ধাপরাধের বিচারের সম্মুখীন হতে হচ্ছে। তেমনই একজন কুখ্যাত ‘অশউইৎজ’ বন্দিশিবিরের সাবেক রক্ষী রাইনহোল্ড হ্যানিং (৯৪)।
সিএনএন জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার জার্মানির ডেটমল্ড শহরের আদালতে রাইনহোল্ড হ্যানিংয়ের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে মামলার কার্যক্রম শুরু হয়েছে। অভিযোগে বলা হয়েছে, ১৯৪৩-৪৪ সালে অশউইৎজ বন্দিশিবিরের রক্ষী থাকা অবস্থায় প্রায় এক লাখ ৭০ হাজার মানুষের মৃত্যুর জন্য দায়ী ব্যক্তিদের একজন তিনি।
গতকাল ডেটমল্ডের আদালতে হাজির হয়ে রাইনহোল্ড হানিং দাবি করেন, সরাসরি কোনো মৃত্যুর জন্য তিনি দায়ী নন।
এর আগে চিকিৎসকরা নিশ্চিত করেন রাইনহোল্ড হ্যানিংয়ের স্বাস্থ্যগত বড় কোনো সমস্যা নেই এবং তিনি বিচারের সম্মুখীন হওয়ার যোগ্য। তবে বয়সের কারণে কোনোদিন মাত্র দুই ঘণ্টার জন্য তাঁকে আদালতে হাজির করা যেতে পারে।
জানা গেছে, আদালতে সাক্ষী দেওয়ার জন্য তৈরি আছেন অশউইৎজ বন্দিশিবির থেকে প্রাণ নিয়ে বেঁচে যাওয়া অনেকে।
এর আগে গত বছর জুলাইয়ে অপর এক বয়স্ক অশউইৎজ কর্মচারীর কারাদণ্ড হয়। অস্কার গ্রোয়েনিং নামক বন্দিশিবিরের পাঠাগার কর্মকর্তাকে চার বছর কারাদণ্ড দেওয়া হয়।
জার্মান কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে ই্হুদিদের ওপর হত্যাযজ্ঞ চালানোর আরো কয়েকজন ব্যক্তির বিচার অপেক্ষমাণ আছে। আগামী কয়েক মাসের মধ্যেই বিচারের সম্মুখীন হতে পারেন ৯৫ বছর বয়স্ক অশউইৎজের সাবেক এক চিকিৎসা কর্মকর্তা।