মামির সঙ্গে পরকীয়ার জেরে ভাগনের ছুরিকাঘাতে মামার মৃত্যু
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/03/01/shariatpur-news-pic.jpg)
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখীপুরের ডিএমখালি ইউনিয়নে ভাগিনার করা ছুরির আঘাতে মামার মৃত্যু হয়েছে। আজ বুধবার (১ মার্চ) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় রুবেল খান (২৫) মারা যান।
নিহত রুবেল খান (২৫) ডিএমখালি ইউনিয়নের ঢালীকান্দির হাসু খানের ছেলে। এ ঘটনায় ভাগিনা রাজিব গাইনকে আটক করেছে সখিপুর থানা পুলিশ।
পুলিশ জানায়, নিহত রুবেল খানের স্ত্রীর সঙ্গে ভাগিনা রাজিব গাইনের পরকীয়া চলছিল। এ নিয়ে গত ২২ ফেব্রুয়ারি মামা-ভাগনের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে ভাগিনা রাজিব গাইন মামা রুবেল খানের পেটে ছুরিকাঘাত করেন। পরে গুরুতর আহত অবস্থায় রুবেলকে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে তিনি মারা যান। ময়নাতদন্ত শেষে রাত ৮টার দিকে তাঁর মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়।
সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান হাওলাদার বলেন, ‘ভাগনে রাজিব গাইনের সঙ্গে মামির পরকীয়া ছিল। এ নিয়ে মামার সঙ্গে ভাগনের ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে মামা রুবেল খানের পেটে ছুরিকাঘাত করেন ভাগনে। আজ দুপুরে তাঁর মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্ত রাজিব গাইনকে গ্রেপ্তার করা হয়েছে।’