কিশোরীকে অপহরণের পরে ধর্ষণ : যুবকের যাবজ্জীবন
১৪ বছরের কিশোরীকে অপহরণ করে ধর্ষণের মামলায় মো. রিফাত (২১) নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার (৬ এপ্রিল) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮-এর বিচারক বেগম মাফরোজা পারভীন এই রায় দেন। এসময় আদালতে আসামি উপস্থিত ছিলেন। আদালতের সরকারি কৌসুলি মো. রেজাউল করিম এ তথ্য জানিয়েছেন।
রেজাউল করিম বলেন, ‘বিচারক দণ্ডের পাশাপাশি এক লাখ টাকা জরিমানা এবং তা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।’
এজাহার থেকে জানা গেছে, রাজধানীর বীরশ্রেষ্ঠ মতিউর রহমান উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে স্কুলে যাওয়া-আসার পথে আসামি রিফাত দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিলেন। ওই শিক্ষার্থীর পরিবার রিফাতকে এই কাজে নিষেধ করে। এতে তিনি ভুক্তভোগী শিক্ষার্থীকে অপহরণ করে ধর্ষণের হুমকি দেন। এরই ধারাবাহিকতায় ২০১৯ সালের ৫ অক্টোবর দুপুর ১টায় ওই শিক্ষার্থীকে একা পেয়ে রিফাত ও তার সহযোগীরা মুখে কাপড় চেপে সিএনজিতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। সেখানে আটকে রেখে ধর্ষণ করে। ঘটনার দুই দিন পর ৭ অক্টোবর আসামিকে গ্রেপ্তার করে মেয়েটিকে উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় ২০১৯ সালে ৮ অক্টোবর ওই শিক্ষার্থীর বাবা রাজধানীর শাহবাগ থানায় রিফাতসহ অজ্ঞাত দুই-তিন জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার পরে ২০১৯ সালের ৩০ জুলাই ঢাকার সিএমএম আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. ইদ্রিস আলী। আজ ওই মামলার রায় এলো।