রোনালদোর জন্যই কি চাকরি হারালেন আল নাসের কোচ?
ইউরোপ ছেড়ে বেশিদিন হয়নি সৌদি আরবে পাড়ি জমিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। রেকর্ড দামে সৌদি ক্লাব আল নাসেরে নাম লেখান তিনি। কিন্তু ক্লাবে পা রাখার পর থেকেই নানা সময়ে কোচ রুডি গার্সিয়ার সঙ্গে তাঁর সম্পর্কের তিক্ততা নিয়ে কথা রটে।
গুঞ্জন ওঠে, কোচের সঙ্গে নাকি সম্পর্ক ভালো যাচ্ছিল না রোনালদোর। এমনকি কথা রটে, রোনালদোর সঙ্গে সম্পর্ক খারাপের কারণেই নাকি চাকরি হারাতে পারেন গার্সিয়া। অবশেষে সেটাই হলো। দায়িত্ব গ্রহণের এক বছরেরও কম সময়ের মধ্যে বরখাস্ত হলেন ফরাসি এই কোচ।
আল নাসের এক টুইট বার্তায় কোচকে বরখাস্ত করার খবরটি নিশ্চিত করেছে। ক্লাবের তরফে জানানো হয়েছে, ‘গার্সিয়া এখন থেকে আর আল নাসের ক্লাবের কোচ নন। দুই পক্ষ মিলিত ভাবে এই সিদ্ধান্ত নিয়েছে। ক্লাবের সকলে গার্সিয়ার কাছে কৃতজ্ঞ। গত আট মাস ধরে দারুণ কাজ করেছেন উনি।’
গত রোববার সৌদি প্রো লিগে আল ফেইহার বিরুদ্ধে ০-০ গোলে ম্যাচ শেষ হওয়ার পর টানেল দিয়ে বার হওয়ার সময়ই অসন্তোষ দেখিয়েছিলেন রোনালদো। পয়েন্ট নষ্ট করার পর গার্সিয়া দলের ফুটবলারদের তিরস্কার করেন। গার্সিয়া বলেছিলেন, ‘খেলোয়াড়দের নিয়ে আমি সন্তুষ্ট নই।’
এরপর নানা কথা ওঠে রোনালদো ও গার্সিয়ার সম্পর্ক নিয়ে। শেষ পর্যন্ত দুজনের বনিবনা না হওয়াতে চাকরিই হারাতে হলো গার্সিয়াকে।
সৌদি লিগে খুব একটা ছন্দে নেই আল নাসের। নিজেদের সবশেষ চার ম্যাচে সম্ভাব্য ১২ পয়েন্টের মধ্যে কেবল ৭ পয়েন্ট পেয়েছে তারা। ২৩ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে আল নাস্র। সমান ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আল-ইত্তিহাদ।