গোলের পর বাবাকে স্মরণ করলেন রোনালদো
এশিয়ার ক্লাব ফুটবলে শ্রেষ্ঠত্বের আসর এএফসি চ্যাম্পিয়ন্স লিগ। নতুন মোড়কে টুর্নামেন্টের নাম এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিট। সেই এলিট টুর্নামেন্টে তর্কাতীতভাবে সবচেয়ে এলিট ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। নতুন আসরে নিজের প্রথম ম্যাচেই গোল পেলেন তিনি। গোল করা তার কাছে সবচেয়ে সহজ ব্যাপার। তাই গোল ছাপিয়ে আলোচনায় অন্যকিছু।
নিজের ক্যারিয়ারের ৯০৪তম গোলটি রোনালদো উৎসর্গ করেছেন তার বাবাকে। এএফসি চ্যাম্পিয়ন্স লিগে গতকাল সোমবার (৩০ সেপ্টেম্বর) রাতে কাতারের ক্লাব আল-রাইয়ানকে ২-১ গোলে হারিয়েছে আল-নাসের। ম্যাচে ক্লাবের হয়ে দ্বিতীয় গোলটি করেন নাসের অধিনায়ক রোনালদো। যেটি তার পেশাদার ক্যারিয়ারের ৯০৪তম গোল।
গোলের পর সিআরসেভেন নিজের স্বভাবসুলভ ‘সিউ’ সেলিব্রেশনের বদলে আকাশের দিকে দুহাত তুলে গোল উদযাপন করেন। ম্যাচ শেষে রোনালদো জানান ভিন্ন উদযাপনের কারণ। গোলটি তিনি তার বাবাকে উৎসর্গ করেছেন। বেঁচে থাকলে তার বাবা ৭১ বছরে পা রাখতেন কাল। বাবার জন্মদিন উপলক্ষেই এমনভাবে গোল সেলিব্রেশন করেন পর্তুগিজ যুবরাজ। আকাশের দিকে তাকিয়ে বাবাকে স্মরণ করলেন তিনি।
ম্যাচের পর রোনালদো বলেন, ‘এই গোলটা আমার কাছে অন্যরকম। বাবার জন্মদিন ছিল। তিনি বেঁচে থাকলে বিষয়টা দারুণ হতো। তিনি নেই, গোলটা তাই তাকে উৎসর্গ করলাম। এই গোলটা বাবার জন্য।’