খাল খননের মাটি কৃষিজমিতে ফেলার প্রতিবাদে মানববন্ধন
কিশোরগঞ্জের ভৈরবে খাল খননের মাটি কৃষকের ফসলিক্ষেতে ফেলে জমি নষ্টের প্রতিবাদে মানববন্ধন করেছে ক্ষুব্ধ এলাকাবাসী। আজ বৃহস্পতিবার দুপুরে শহরের পলতাকান্দা এলাকায় এই কর্মসূচি পালন করে স্থানীয় কয়েকশ নারী-পুরুষ।
মানববন্ধনে এলাকাবাসীর পক্ষে বক্তারা অভিযোগ করে বলেন, নিয়ম অনুযায়ী খাল খননের মাটি দিয়ে খালের দুই পাড় বাধার কথা কিন্তু পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার খাল থেকে ড্রেজার দিয়ে অবাধে বালি উত্তোলন করে অন্যত্র বিক্রি করছে। অতিরিক্ত বালি উত্তোলনের ফলে আগামী বর্ষাতেই খালপাড়ের জমিসহ বাড়ি-ঘর ও স্থাপনা ভাঙনের কবলে পড়বে।
অন্যদিকে খাল খননের কাঁদা, মাটি ও বালি দুই পারের ফসলি জমিতে ফেলে জমি বিনষ্ট করা হচ্ছে। ফলে এখানকার শত শত একর বোরো ধানের জমি অনাবাদি থেকে যাবে। এতে সংশ্লিষ্ট কৃষকরা ক্ষতিগ্রস্ত হবেন আর ধানের উৎপাদন কমে যাবে।
বক্তারা আরও বলেন, পানি উন্নয়ন বোর্ডের খাল খননের কার্যাদেশে খালের সরকারি খাস অংশ খননের কথা বলা হলেও, তারা খাস অংশ বাদ দিয়ে কৃষকের জমি কেটে মাটি ও বালি বিক্রি করে দিচ্ছে।
এই খনন কাজের প্রতিকার চেয়ে ইতোমধ্যে এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) বরাবর আবেদন করলেও তারা কোনো ফল পায়নি বলেও অভিযোগ করেন বক্তারা। ফলে বাধ্য হয়ে তারা এই মানববন্ধন কর্মসূচি পালন করছেন।
এদিকে স্থানীয় লোকজনের মানববন্ধনের খবর পেয়ে ভৈরব পৌরসভার মেয়র আলহাজ ইফতেখার হোসেন বেনু সেখানে গিয়ে হাজির হন এবং ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি বিষয়টি নিয়ে স্থানীয় সংসদ সদস্য নাজমুল হাসান পাপনের সঙ্গে আলোচনা করে প্রতিকারের আশ্বাস দেন।