সাভারে আরিচা-ঢাকা মহাসড়কে যানজট, দুর্ভোগে যাত্রীরা
ঈদের ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরছে সাধারণ মানুষ। ফলে সড়কে বেড়েছে যাত্রী ও যানবাহনের চাপ। এতে সাভারের মহাসড়কের বিভিন্ন পয়েন্টে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। কোথায় কোথায় এ যানজট তিন থেকে আট কিলোমিটার পর্যন্ত ছড়িয়েছে। এতে চরম দুর্ভোগের শিকার হচ্ছে ঢাকামুখী যাত্রীরা।
আজ শুক্রবার (৭ জুলাই) বিকেলে সাভারের ঢাকা-আরিচা ও নবীনগর-চন্দ্রা মহাসড়কে দেখা যায় ঢাকামুখী লেনে যানবাহনের সারি। এ ছাড়া আরিচা-ঢাকা মহাসড়কের নয়ারহাট থেকে নবীনগর ও আমিন বাজার থেকে গাবতলী পর্যন্ত যানবাহনের ধীরগতি লক্ষ করা গেছে।
এ বিষয়ে ঢাকা জেলা উত্তর ট্রাফিক পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই, অ্যাডমিন) হোসেন শহীদ চৌধুরী বলেন, ‘ঈদের ছুটি কাটিয়ে অনেক মানুষ কর্মস্থলে যোগদানের উদ্দেশে ঢাকায় ফিরছে। এ কারণে সড়কে যানবাহনের একটু চাপ রয়েছে। মানুষের দুর্ভোগ যেন না হয় সে লক্ষ্যে আমরা কাজ করছি । দুপুরের তুলনায় বিকেলের পরিস্থিতি অনেক উন্নত।’