সোহরাওয়ার্দী উদ্যানে শুক্রবার সমাবেশের অনুমতি পায়নি জামায়াত
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/08/03/jaamaayyaat.jpg)
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শুক্রবার (৪ আগস্ট) সমাবেশের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অনুমতি পায়নি বাংলাদেশ জামায়াতে ইসলামী।
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জামায়াতের উদ্যোগে সমাবেশ করতে দুদিন আগে ডিএমপির কাছে অনুমতি চেয়ে আবেদন করেছিল দলটি। এ উদ্দেশে গত মঙ্গলবার আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রাজ্জাকের নেতৃত্বে জামায়াতের সাত সদস্যের একটি প্রতিনিধিদল ডিএমপির কার্যালয়ে গিয়ে সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করে।
তবে আজ বৃহস্পতিবার (৩ আগস্ট) ডিএমপি থেকে পাঠানো এক হোয়াটসঅ্যাপ বার্তায় বলা হয়, ‘আগামীকাল শুক্রবার জামায়াতে ইসলামীকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের জন্য ডিএমপির পক্ষ থেকে অনুমতি দেয়া হলো না-কমিশনার, ডিএমপি’
এর আগে গত মঙ্গলবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ করতে চেয়েছিল দলটি। সে অনুযায়ী প্রস্তুতিও নিয়েছিল তারা। তবে পুলিশের অনুমতি না থাকায় সংঘাত এড়াতে সমাবেশ কর্মসূচি স্থগিত করে দলটি।
মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে সমাবেশ স্থগিতের কথা জানিয়ে জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণ শাখার আমির নুরুল ইসলাম বুলবুল শুক্রবার (৪ আগস্ট) রাজধানীতে সমাবেশ করার ঘোষণা দেন।