ব্রিকস সম্মেলনে প্রমাণিত, ভারতও আ.লীগের বন্ধু নয় : লেবার পার্টির সভাপতি
আওয়ামী লীগের কোনো বন্ধু নেই জানিয়ে লেবার পার্টির সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, ‘আমরা জানতাম, ভারত আওয়ামী লীগের বন্ধু। কিন্তু, ব্রিকস সম্মেলনের মাধ্যমে প্রমাণ হয়েছে, ভারতও তাদের বন্ধু নয়। ব্রিকসে ছয়টি দেশকে নতুন সদস্য পদ দেওয়া হয়েছে। কিন্তু, বাংলাদেশকে সদস্য পদ দেওয়া হয়নি।’
আজ শুক্রবার (২৫ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে কালো পতাকা মিছিলে লেবার পার্টির সভাপতি এসব কথা বলেন। ইরান বলেন, ‘আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক ভারতে গেছেন। ভারতে প্রধানমন্ত্রী ও বিজেপির সভাপতি অমিত শাহর সঙ্গে চেষ্টা করেও দেখা করতে পারেননি। আমরা এরপর দেখেছি জাতীয় পার্টির নেতা জি এম কাদের ভারত থেকে ফিরে এসে বলেছেন, দেশটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়।’
আওয়ামী লীগ নিজেদের জনপ্রিয়তার কথা জানে উল্লেখ করে লেবার পার্টির সভাপতি বলেন, ‘শেখ হাসিনার জনপ্রিয়তা বলে ৭০ শতাংশ। ৭০ শতাংশ মানুষ আপনাকে চাইলে নিরপেক্ষ নির্বাচন কেন দেন না?’
ইরান বলেন, ‘অনেকে বলে, আওয়ামী লীগের সঙ্গে সংলাপ হবে না। আমি বলি, আওয়ামী লীগের সঙ্গে সংলাপ হবে। সংলাপ তখনই হবে, যখন শেখ হাসিনা পদত্যাগ করে ঘোষণা দেবেন, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে। তখন আলোচনা হবে কীভাবে নিরপেক্ষ সরকার গঠন করে নির্বাচন হবে।’