‘প্রিয়তমা’ সিনেমার লাভ বড়জোর ২ কোটি টাকা : ডিপজল
প্রযোজক ও অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল দাবি করেছেন ঈদে মুক্তি পাওয়া ‘প্রিয়তমা’ সিনেমা খুব বেশি হলে দুই কোটি টাকা লাভ করেছে। আর শাকিবের পারিশ্রমিক হওয়া উচিত সর্বোচ্চ ২৫ লাখ টাকা ।
সাভারের নিজ কার্যালয়ে সাংবাদিকদের উপস্থিতিতে এমন মন্তব্য করেন আলোচিত এই অভিনেতা।
শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমাটি ৪০ কোটির ওপরে আয় করেছে প্রযোজনে প্রতিষ্ঠান এমন দাবি করছে। গণমাধ্যমকর্মীর এমন প্রসঙ্গ উত্থাপনে ডিপজল বলেন, ‘টাকা যদি প্রেসে ছাপায় তাইলে হইতে পারে। মালয়েশিয়ায় ছবিটা তো আমার ডিস্ট্রিবিউশন থেকে গেছে, কত টাকা দিয়ে গেছে আমি জানি। কোন সিনেমা হল থেকে কত গেছে, আপনারা দেখলে তো বুঝতে পারেন। হাইয়েস্ট হলে এক কোটি, দেড় কোটি, দুই কোটি টাকা কামাইতে পারে।’
শাকিব খানের পারিশ্রমিক এক কোটি চাওয়ার বিষয়টিকে সমালোচনা করে বলেন, ‘ওর এখন এক কোটি কেন, ৫০ লাখও না, ওর এখন চাওয়া উচিত ২৫ লাখ টাকা। সর্বোচ্চ। তাও অনেক বেশি বলছি। এতে ছবির বাজার ভালো হবে, দর্শক ছবি দেখবে। এমন তো এক কোটি টাকা নিয়ে উল্টায় ফেলবে। আমি ১০ কোটি টাক দেব, যদি আমাকে পাঁচ কোটি টাকা ও লাভ দিতে পারে।’
তিনি আরও বলেন, “এক কোটি টাকার আর্টিস্ট বাংলাদেশে জন্ম হবে, আগে ফিল্ম বাজার ঠিক করো। তারপর এক কোটি, দুই কোটি চাও। এক কোটি টাকা ডিমান্ড করলেই তো হবে না। হ্যাঁ, ডিমান্ড করা যাবে। যদি টাকা ওঠে। আমার ছবি ‘কোটি টাকার কাবিন’, ‘চাচ্চু’, লাভ করছে। কিছুদিন আগে শাকিবের একটা ছবি লাভ করছে। অত লাভ না, এক কোটি, দেড় কোটি, বড়জোর দুই কোটি টাকা হবে।”