রাজা বাদশা ব্যাপার স্যাপার আর কি...
ঢালিউডে এমনটা সচারাচর দেখা যায় না, যা দেখা গেল মঙ্গলবার সকালে। একই ফ্রেমে ধরা দিয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় দুই নায়ক শাকিব খান ও আরিফিন শুভ। স্থান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। দুই নায়কের গন্তব্যই মুম্বাই।
আজ মঙ্গলবার সকালে মুম্বাইয়ের উদ্দেশে শাকিব খান ঢাকা ছেড়েছেন ‘দরদ’ সিনেমার শুটিংয়ে। আর আরিফিন শুভ মুম্বাই যাচ্ছেন বাংলাদেশে মুক্তির পর প্রশংসায় ভাসতে থাকা ‘মুজিব’ সিনেমা নিয়ে।
বিমানবন্দরে এই দুই নায়কের দেখা হওয়ার ছবি ছড়িয়ে পড়েছে অন্তর্জালে। এরই মধ্যে আরিফিন শুভ শাকিবের সঙ্গে ছবি পোস্ট ক্যাপশন জুড়ে দিয়েছেন, রাজা বাদশা ব্যাপার স্যাপার আর কি...
আগামীকাল ২৫ অক্টোবর মুম্বাইতে শ্যাম বেনেগাল পরিচালিত ‘মুজিব’ সিনেমার বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। আর সমগ্র ভারতে সিনেমাটি মুক্তি পাবে ২৭ অক্টোবর। সিনেমাটির প্রচারণায় বেশ লম্বা সময়ে সেখানে পার করবেন আরিফিন শুভ।
অন্যদিকে, ‘দরদ’ সিনেমার শুটিং শুরু হবে আগামী ২৭ অক্টোবর থেকেভারতে বারানসিতে। অনন্য মামুন পরিচালিত সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে আছেন বলিউডের সোনাল চৌহান।
‘দরদ’ সিনেমাটি যৌথভাবে প্রযোজনায় আছে ভারতের এসকে মুভিজ, ওয়ান ওয়ার্ল্ড মুভিজ এবং বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও কিবরিয়া ফিল্মস। বাংলা, হিন্দি, তামিল, মালয়ালমসহ ছয় ভাষায় সিনেমাটি মুক্তি পাবে।