রেললাইনে আগুন দিয়ে রেলযোগাযোগ বিছিন্ন করার চেষ্টা
বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা দেশব্যাপী সর্বাত্মক অবরোধের সমর্থনে নেত্রকোনার চল্লিশায় রেলপথের ব্রিজের ওপর আগুন দিয়ে রেলপথ অবরোধের চেষ্টা চালায় বিএনপি-জামায়াত জোটের নেতাকর্মীরা।
গতকাল বুধবার (২৩ নভেম্বর) রাতে নেত্রকোনার সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বিছিন্ন করতে নেত্রকোনা সদর উপজেলার রাজেন্দ্রপুর এলাকার মগড়া নদীর উপর কমলগঞ্জ রেলব্রিজে আগুন দিয়ে পালিয়ে যায় অবরোধ সর্মথকরা।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাত সাড়ে ৮টার দিকে কয়েকজন অবরোধ সমর্থক মোহনগঞ্জ-ময়মনসিংহ রেলপথের চল্লিশা কমলগঞ্জ ব্রিজের উপর আগুন দিয়ে পালিয়ে যায়। আগুন জ্বলতে দেখে স্থানীয়রা এসে পানি ঢেলে আগুন নেভায়। এ সময় ব্রিজের দুটি স্লিপার আগুনে পুড়ে যায়। পরে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শিবলী সাদিকসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, গতকাল রাতে রেলপথের চল্লিশা ব্রিজে আগুন দেওয়ার ঘটনা ঘটে। বিষয়টি জানার পরই আমরা সেখানে পৌঁছার আগেই এলাকার লোকজন আগুন নিভিয়ে ফেলে। অবরোধকারীরা আগুন দিয়ে পালিয়ে যায়। রেল পুলিশকে বিষয়টি অভহিত করা হয়েছে। তারা মামলার প্রস্তুতি নিচ্ছে।
এদিকে এ নাশকতার ঘটনার প্রতিবাদে রাতেই চল্লিশা এলাকায় নেত্রকোনা জেলা আওয়ামী লীগ, পৌর-আওয়ামী লীগ, যুবলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মী একটি বিক্ষোভ মিছিল বের করে।
এ ছাড়া জেলায় অবরোধের তেমন কোনো প্রভাব দেখা যায়নি। ট্রেন ও দূরপাল্লার যানসহ সব ধরনের যান চলাচল স্বাভাবিক রয়েছে।