বায়োজিনে চলছে বছরের শেষ ডিসকাউন্ট
ডার্মো কসমেটিকস ও স্কিনকেয়ার সেবা প্রদানকারী প্রতিষ্ঠান বায়োজিন কসমেসিউটিক্যালস প্রোডাক্টে পাওয়া যাচ্ছে ৮০% পর্যন্ত ডিসকাউন্ট। গ্রাহকদের কথা চিন্তা করেই এই বছরের সবচেয়ে বড় অফার দিচ্ছে প্রতিষ্ঠানটি।
গ্রাহকদের সার্বক্ষণিক সেবা প্রদানের কথা চিন্তা করে বায়োজিনের সকল ব্রাঞ্চেই অফারটি চালু করা হয়েছে। এতে গ্রাহকরা লাভবান হবে বলে ব্যক্ত করেন বায়োজিন কসমেসিউটিক্যালস কর্তৃপক্ষ।
এক বিজ্ঞপ্তিতে বায়োজিন জানিয়েছে, অফারে স্কিন কেয়ার প্রোডাক্টে ৮০% পর্যন্ত ছাড়। সেই সাথে বায়ো হাইড্রা ফেসিয়াল এবং অবাঞ্ছিত লোমের সমাধান বায়ো লেজার মাত্র ৯৯৯ টাকায়। ২টি সেশন কিনলে ১টি, ৩টি কিনলে ২টি এবং ৫টি কিনলে ৫টি সেশন একদম ফ্রি।
এছাড়াও ত্বকের সৌন্দর্যের পাশাপাশি এস্থেটিক্ ক্লিনিকে দেশে প্রথমবারের মতো নারীদের মানসিক সুস্থতায় মাইন্ড কেয়ার সল্যুশন নামে নতুন সেবা চালু করেছে বায়োজিন কসমেসিউটিক্যালস। সম্প্রতি তাদের মিরপুর-১ ও ধানমন্ডি ব্রাঞ্চে বিনামূল্যে চালু করেছে নতুন এই সেবাটি। পরবর্তীতে দেশজুড়ে ১৪টি ব্রাঞ্চে সেবাটি চালু হতে পারে বলে নিশ্চিত করেছেন বায়োজিন কসমেসিউটিক্যালস।