মেকআপ লাগিয়ে কতক্ষণ থাকা যায়?
নারীদের মেকআপ করার সময় বা কই? এমন হওয়াটা খুব স্বাভাবিক। তবে বাইরে বের হতে হলে নিজেকে তো একটু গুছিয়ে বের করতেই হয়। এজন্য মেকআপ ব্যবহার করতে হয়। কিন্তু সময় মতো তা তুলছেন তো?
অনেকেই সময় মতো মেকআপ তুলতে ভুলে যান। বাইরে থেকে ফিরে মেকআপ না তুলেই শুয়ে পড়েন। এমন হলে অচিরেই ত্বক নষ্ট হবে। মেকআপ করার সময় যতটুকু ধৈর্য থাকে, তোলার সময়ে ঠিক তার উল্টোটাই ঘটে। যে কারণে ত্বকে ব্রণ-ফুস্কুরি, র্যাশের সমস্যা বেড়ে যায়। মেকআপ ঠিক কতক্ষণ ত্বকে লাগিয়ে রাখা নিরাপদ, তা জানেন কি?
কলকাতার আর্টেমিস হাসপাতালের ডার্মাটোলজি বিভাগের চর্ম বিশেষজ্ঞ শিফা যাদবের মতে মেকআপ নির্দিষ্ট সময়ের মধ্যে না তুললেই ত্বকের ক্ষতি হয়। তিনি জানিয়েছেন, পেশাগত কারণে অনেককেই প্রতিদিন মেকআপ করতে হয়। সেক্ষেত্রে নির্দিষ্ট সময়ের মধ্যে মেকআপ তুলে ভাল করে মুখ পরিষ্কার করতেই হবে। তা না হলে ত্বকের রন্ধ্রে প্রসাধনীর ক্ষতিকর রাসায়নিক জমে গিয়ে তা বিপদ ডেকে আনতে পারে।
কী ধরনের মেকআপ করছেন, তা-ও গুরুত্বপূর্ণ। খুব ভারী মেকআপ করলে যেমন স্মোকি আই, গ্লিটার লাগালে তা বেশিক্ষণ লাগিয়ে রাখা যাবে না। ৬-৭ ঘণ্টা রাখলে তেমন ক্ষতি নেই। কিন্তু এর বেশি নয়। সাধারণত মেকআপ করার পর থেকে তা নিয়ে ৮-১০ ঘণ্টা থাকাই যায়। কিন্তু এর বেশি সময় মেকআপ রেখে দিলে ত্বকে প্রদাহ শুরু হতে পারে। আর যদি মেকআপ না তুলেই ঘুমিয়ে পড়েন তা হলে ত্বকে ‘পিগমেন্টেশন’-এর সমস্যা হতে পারে।
পিগমেন্টেশন হলো– অনেক সময়েই ত্বকের রং বদলাতে শুরু করে। এটি হয় মেলানিন নামে রঞ্জকের কারণে। বিশেষ কিছু কোষ এই মেলানিন তৈরি করে। কোনো কারণে যদি সেই কোষ ক্ষতিগ্রস্ত হয়, তার রেশ পড়ে মেলানিন তৈরিতেও। ফলে ত্বকে নানা রকম দাগ-ছোপ পড়ে। ছিটছিট দাগের মতো দেখা যায় ত্বকে। ত্বকের রং বদলে যাওয়ার পোশাকি নামই হলো ‘পিগমেন্টেশন’। মেলানিনের ক্ষরণ বেড়ে গেলে ত্বকে কালচে দাগছোপও পড়তে থাকে, যাকে হাইপার-পিগমেন্টেশন বলে। সূর্যের অতিবেগনি রশ্মি, প্রসাধনীর রাসায়নিক, বিশেষ কোনো ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় এমন হতে পারে।
তিনি বলছেন, মেকআপ করার জন্য যে প্রসাধনীগুলো ব্যবহার করা হয় সেগুলোতে সালফেট, ফরমালডিহাইডের মতো রাসায়নিক যৌগ থাকে। এগুলোকে ‘কার্সিনোজেন’ বলা হয়।
বিভিন্ন গবেষণায় উঠে এসেছে, কার্সিনোজেন ক্যানসারের কারণ হয়ে দাঁড়াতে পারে। এগুলো যদি বেশিক্ষণ ত্বকে লেগে থাকে, তা হলে নানা রকম ক্ষতি করতে পারে। গিপমেন্টেশনের কারণ তো হবেই, পাশাপাশি ম্যালিগন্যান্ট মেলানোমা বা ত্বকের ক্যানসারের কারণও হয়ে উঠতে পারে। তাই সঠিক সময়ে মেকআপ তুলে ফেলাই উত্তম।