ওয়ার্নারকে ‘গার্ড অব অনার’ পাকিস্তানি ক্রিকেটারদের
আগে থেকেই জানা ছিল সিডনি টেস্ট হতে চলেছে ডেভিড ওয়ার্নারের শেষ টেস্ট। এই টেস্ট দিয়েই ইতি টানবেন সাদা পোশাকে বর্ণিল ক্যারিয়ারের। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে আজ বুধবার (৩ জানুয়ারি) শুরু হয় অস্ট্রেলিয়া-পাকিস্তান সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট। প্রথমদিনে প্রথম ইনিংসে পাকিস্তান অলআউট হয় ৩১৩ রানে। শেষ বিকেলে অসিরা ব্যাটিংয়ে নামে। তখন অসি ওপেনার ডেভিড ওয়ার্নারকে ‘গার্ড অব অনার’ দেন পাকিস্তানের ক্রিকেটাররা।
উসমান খাজাকে সঙ্গে নিয়ে ওয়ার্নার যখন নামছিলেন, তখন গ্যালারিতে অসি সমর্থকরা করতালি দিয়ে তাকে অভ্যর্থনা জানান। আর মাঠে দুই পাশে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে ওয়ার্নারকে ‘গার্ড অব অনার’ দেয় পাকিস্তান দল। সবার প্রথমে এগিয়ে গিয়ে হাত মেলান শান মাসুদ। দিনশেষে অসিদের তোলা ছয় রানের সবগুলোই এসেছে ওয়ার্নারের ব্যাট থেকে।
২০১১ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয় ওয়ার্নারের। অস্ট্রেলিয়ার সাদা জার্সিতে ১১২টি ম্যাচ খেলেছেন এই ওপেনার। ১১২ টেস্টের ২০৪ ইনিংসে এখন পর্যন্ত তার ব্যাট থেকে এসেছে আট হাজার ৭০১ রান। সেঞ্চুরি করেছেন ২৬টি, হাফসেঞ্চুরি ৩৬টি। আছে ট্রিপল সেঞ্চুরিও। ক্যারিয়ারের সর্বোচ্চ অপরাজিত ৩৩৫ রানের ইনিংসটিও তিনি খেলেছেন পাকিস্তানের বিপক্ষে।
ক্যারিয়ারের শেষ টেস্টে মাঠে নামার আগে অবশ্য ওয়ার্নার হারিয়ে ফেলেন নিজের ব্যাগি গ্রিন টুপি। মেলবোর্ন থেকে সিডনি আসার পথে হারিয়ে যায় সেটি। কেউ পেয়ে থাকলে ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানান ওয়ার্নার।