টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে ইতি টানতে চান ওয়ার্নার
সদ্যই সাদা পোশাককে বিদায় বলা অস্ট্রেলিয়ান তারকা ক্রিকেটার ডেভিড ওয়ার্নার ওয়ানডেতে দুটি ও টি-টোয়েন্টিতে একটি বিশ্বকাপ জিতেছেন। তবে, তিনটি বিশ্বকাপ জিতেও সন্তুষ্ট নন এই তারকা ব্যাটার। আসন্ন ২০২৪ বিশ্বকাপকে করেছেন পাখির চোখ। এই বিশ্বকাপ জিতেই থামতে চান ৩৭ বছর বয়সী তারকা।
ওয়ানডে ও টেস্ট ফরম্যাটকে বিদায় বলায় এখন কেবল টি-টোয়েন্টিতেই দেখা যাবে ওয়ার্নারকে। ২০০৯ সালে তার আন্তর্জাতিক অভিষেক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টিতে ৪৩ বলে ৮৯ রানের বিস্ফোরক ইনিংস দিয়ে। পরে তিনি সমৃদ্ধ ক্যারিয়ার গড়েছেন সব সংস্করণেই। এখন সেই অভিযান শেষ করতে চান টি-টোয়েন্টি দিয়েই।
গতকাল শনিবার (৬ জানুয়ারি) পাকিস্তানের বিপক্ষে নিজের বিদায়ী টেস্টের পর ওয়ার্নার বলেন, ‘আমি আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে শেষ করতে চাই। ক্যারিয়ার শুরু করেছিলাম টি-টোয়েন্টি দিয়ে, শেষও করব টি-টোয়েন্টি ক্রিকেট দিয়েই। এটিই সবচেয়ে উপযুক্ত। খেলাটাকে আমি সত্যিই ভালোবাসি।’
২০১৫ ওয়ানডে বিশ্বকাপ জিতে প্রথমবার বিশ্ব আসরে শিরোপা জয়ের অভিজ্ঞতা হয় ওয়ার্নারের। টি-টোয়েন্টিতে তখনও বৈশ্বিক শিরোপা ছিল না অস্ট্রেলিয়ার। সেই আক্ষেপ মিটিয়ে ২০২১ সালে তারা চ্যাম্পিয়ন হয় এই সংস্করণে। টুর্নামেন্ট সেরা হয়ে সেই শিরোপা জয়ে বড় অবদান রাখেন ওয়ার্নার।