অবসর ভেঙে ফিরবেন ওয়ার্নার?
অস্ট্রেলিয়ার অন্যতম সেরা ওপেনার ডেভিড ওয়ার্নার। অসি শিবিরে তিনি এখন অতীত। গত বছর জানুয়ারিতে টেস্টকে বিদায় জানান। সাদা পোশাকের ক্রিকেট ছাড়লেও রঙিন পোশাকে খেলেছেন সর্বশেষ ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ। গত বছর নভেম্বরে ওয়ানডে বিশ্বকাপ জিতে অবসরে যান। ক্ষুদ্র সংস্করণের মঞ্চও ছাড়লেন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে।
ওয়ার্নার অবসর নিলেও দলের দরজা পুরোপুরি বন্ধ করেননি। অস্ট্রেলিয়া চাইলে তিনি ফিরবেন দলে। তাকে প্রয়োজন হলে ডেকে নিতে পারে খোদ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ওয়ার্নারের একটি পোস্টের বরাত দিয়ে নিজেদের প্রতিবেদনে আজ মঙ্গলবার (৯ জুলাই) এমন খবরই দিয়েছে ইএসপিএনক্রিকইনফো।
আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট চালিয়ে যাবেন বলে জানিয়েছেন ওয়ার্নার। ইন্সটাগ্রামে এক পোস্টের মাধ্যমে তিনি বলেন, ‘জাতীয় দল থেকে আমার অদ্যায়ের ইতি ঘটেছে। তবে, আমি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট চালিয়ে যাব। এখনই ক্রিকেট থেকে দূরে সরে যাচ্ছি না। সামনের চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়ার হয়েও খেলতে পারি, যদি আমাকে দলের প্রয়োজন হয়।’
আগামী বছর অনুষ্ঠিত হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। পাকিস্তানে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি। গ্রুপ 'বি' তে অস্ট্রেলিয়া খেলবে ইংল্যান্ড, আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে। আট দল নিয়ে অনুষ্ঠিত হয় বিশ্বকাপের পর আইসিসির সবচেয়ে মর্যাদার এই টুর্নামেন্ট। আগামী আসর বসবে পাকিস্তানে।