সাভারে ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান, হকারদের দাবি পুনর্বাসন
সাভারে পথচারীদের নির্বিঘ্ন চলাচলে ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান শুরু করেছে পুলিশ। আজ শনিবার (১৩ জানুয়ারি) সকালে ঢাকা জেলার পুলিশ সুপার মো. আসাদুজ্জামানের নির্দেশে এই কার্যক্রম শুরু হয়।
বিষয়টি নিশ্চিত করে অভিযানে নেতৃত্ব দেওয়া সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান জানান, সহস্রাধিক হকার ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশের সড়ক ও ফুটপাত দখল করে বিভিন্ন দোকানপাট বসিয়েছিল। এসপি স্যারের নির্দেশে আমরা আজ উচ্ছেদ অভিযান চালিয়েছি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফুটপাতের পজেশন বিক্রি করে চলত চাঁদাবাজি। দখল-বেদখল নিয়ে চলেছে সন্ত্রাসী কার্যক্রমও। সড়ক ও ফুটপাত দখল করে দোকানপাট বসানোয় নিত্যদিনের দুর্ভোগে পরিণত হয়েছিল যানজট। এক্সপ্রেসওয়ের সাথে সড়কে সার্ভিসলেন থাকলেও তার সুফল থেকে বঞ্চিত ছিল সাভারের মানুষ।
নতুন সরকার শপথ নেওয়ার সাথে সাথে সাভারবাসীকে যানজটমুক্ত সড়ক উপহার দিতে জেলা পুলিশ প্রশাসনের এমন উদ্যোগ বলে জানিয়েছেন পুলিশ সুপার মো. আসাদুজ্জামান।
এদিকে হকার উচ্ছেদ অভিযানে বেকার হয়ে পড়েছেন নিম্নআয়ের মানুষ। জীবন-জীবিকার তাগিদে নিজেদের পুনর্বাসনের দাবি জানিয়েছেন তারা।
এদিকে ফুটপাত দখলে কোন শক্তির কাছে মাথানত করা হবে না বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।