টঙ্গীর ৪০ ছিন্নমূল গেল ঢাকায় পুনর্বাসন কেন্দ্রে
গাজীপুরের টঙ্গী এলাকা থেকে নারী ও পথশিশুসহ ছিন্নমূল, মাদকাসক্ত, আশ্রয় ও গৃহহীন ৪০ জনকে আটক করে মিরপুরে সরকারি পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়েছে। আজ সোমবার জেলা প্রশাসন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) ও সমাজসেবা অধিদপ্তর যৌথভাবে অভিযান পরিচালনা করে।
জিএমপির টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, আজ ভোরে গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানাধীন স্টেশন রোড থেকে শহীদ আহসান উল্লাহ মাস্টার উড়াল সেতুর নিচ পর্যন্ত অভিযান চালায় পুলিশ। অভিযানকালে ওই এলাকায় অবস্থানরত নারী ও শিশুসহ বিভিন্ন বয়সের ছিন্নমূল, মাদকাসক্ত, পথশিশু, আশ্রয়হীন, গৃহহীন ও অসহায় ৪০ জনকে আটক করা হয়। পরে তাদের পুনর্বাসনের জন্য ঢাকার মিরপুরে সমাজসেবা অধিদপ্তরের অধীন সরকারি পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়।
এ সময় গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও টঙ্গী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মো. জিল্লুর রহমান ও টঙ্গীর সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেন উপস্থিত ছিলেন।
ওসি আরও জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে এ এলাকায় ভাসমানভাবে অবস্থান করে মাদক সেবনসহ নানা কর্মকাণ্ড করে আসছিল। ফলে এলাকায় নানা অপরাধ বাড়ছিল এবং জননিরাপত্তা বিঘ্নিত হচ্ছিল।