গাড়ি ভাঙচুর মামলায় বিএনপিনেতা আমানসহ ৩৪ জনের সাক্ষ্যগ্রহণ শুরু
রাজধানীর কেরাণীগঞ্জ মডেল থানায় করা মামলায় বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমানসহ ৩৪ নেতাকর্মীর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু করেছেন আদালত। আজ সোমবার (২৯ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এ কে এম রকিবুল হাসানের আদালতে এ সাক্ষ্য গ্রহণ হয়।
এ দিন আদালতে সাক্ষ্য দেন বাদী পুলিশের উপপরিদর্শক (এস আই) মো. কেরামত আলী। সাক্ষ্য গ্রহণ শেষে তাকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা। এরপর পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৪ মার্চ দিন ধার্য করেন আদালত।
নথি থেকে জানা গেছে, ২০১৩ সালের ২৭ নভেম্বর ১৮ দলের ডাকা সড়ক, রেল, নৌপথ অবরোধের অংশ হিসেবে নেতাকর্মীরা কেরাণীগঞ্জের ঘাটারচর এলাকায় যানবাহনের গতিরোধ করে। গাড়িতে ভাঙচুর করে। একটি ট্রাকে আগুন ধরিয়ে দেয়। পুলিশ সেখানে উপস্থিত হয়ে বাধা দেয়। পরে বিএনপির নেতাকর্মীরা পুলিশের ওপর ইট পাটকেল নিক্ষেপ করে।
এ ঘটনায় পরদিন কেরাণীগঞ্জ মডেল থানার এস আই কেরামত আলী বাদী হয়ে মামলাটি করেন। তদন্ত শেষে একই থানার এস আই অশোক কুমার ২০১৪ সালের ১৭ জুলাই ৩৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।