চিত্রশিল্পী ও লেখক ধ্রুব এষ আইসিউতে
বাংলাদেশের প্রখ্যাত চিত্রশিল্পী ও লেখক ধ্রুব এষ হাসপাতালে ভর্তি আছেন। তাকে নিবির পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিকেলে রাজধানীর হেলথ অ্যান্ড হোপ হাসপাতালের তাকে ভর্তি করা হয়।
চিত্রশিল্পী চারু পিন্টু এনটিভি অনলাইনকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ধ্রুব এষ আগে থেকে হৃদরোগসহ বিভিন্ন রোগে ভুগছেন। আজ বেশি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
কর্তব্যরত চিকিৎসকের বরাতে চারু পিন্টু জানান, ধ্রুব এষ এখন আশঙ্কামুক্ত।
ধ্রুব এষ ১৯৬৭ সালের ১৭ জানুয়ারি সুনামগঞ্জে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম ভূপতি রঞ্জন এষ ও মায়ের নাম লীলা এষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে উচ্চশিক্ষা গ্রহণের পর চিত্রশিল্পী হিসেবেই বিশেষ খ্যাতি অর্জন করেন তিনি। যদিও লেখালেখিও করেন এই চিত্রশিল্পী।
জানা গেছে, ১৯৮৯ সালে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত অবস্থায় মোস্তাক আহমেদের একটি কাব্যগ্রন্থের প্রচ্ছদ অঙ্কনের মাধ্যমে প্রচ্ছদশিল্পী হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে ইমদাদুল হক মিলনসহ বিভিন্ন কবিসাহিত্যিকের বইয়ের প্রচ্ছদ করা শুরু করেন। হুমায়ুন আহমেদের সঙ্গে পরিচয়ের পর তার অধিকাংশ বইয়ের প্রচ্ছদ এঁকেছেন এই শিল্পী।
ধ্রুব এষ বর্তমানে সেবা প্রকাশনী থেকে প্রকাশিত মাসিক ‘রহস্যপত্রিকা’র শিল্প সম্পাদক। শিশুসাহিত্যে অবদানের জন্য ২০২২ সালে তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার অর্জন করেন।