এশিয়ার দ্বিতীয় সেরা দল আফগানিস্তান!
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/06/24/afg-acb.jpg)
রূপকথার জয়ই পেয়েছে আফগানিস্তান। বিশ্বকাপের মঞ্চে অস্ট্রেলিয়াকে হারানো যেনতেন কথা নয়। দাপট দেখিয়েই ম্যাচ জিতেছে আফগানরা। ঐতিহাসিক জয়ে নিজেদের গ্রুপের (সুপার এইটে গ্রুপ এক) সমীকরণই বদলে দিয়েছে দলটি। এমনকি তৈরি হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমি ফাইনালে যাওয়ার সম্ভাবনা।
আফগানদের এমন জয়ে বইছে প্রশংসার জোয়ার। এবার ইংল্যান্ড কিংবদন্তি মাইকেল ভন জানালেন, তার কাছে এশিয়ার দ্বিতীয় সেরা দল আফগানিস্তান। নিজের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে এমনটিই জানান ভন। পাশাপাশি রশিদ খানের নেতৃত্বে বিশ্বকাপ খেলা দলটির এমন পারফরম্যান্সকে বিস্ময় মানতে নারাজ ভন।
এক্সে ভন বলেন, ‘আফগানিস্তানের জয় এখন আর বিস্ময়কর নয়। তারা যেভাবে খেলেছে, অসাধারণ। তাদের দলে অনেক ভালোমানের ক্রিকেটার আছে এবং রশিদ দারুণ নেতৃত্ব দিচ্ছে। আমার কাছে সাদা বলে (ওয়ানডে ও টি-টোয়েন্টি) এশিয়ার দ্বিতীয় সেরা দল আফগানিস্তান।’
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/very_big_1/public/images/2024/06/24/afg-inner.jpg)
এর আগে আফগানদের এমন জয়ের পর ভারতের সাবেক ক্রিকেটার ওয়াসিম জাফর সবাইকে আহ্বান করেছেন, এটিকে অঘটন না বলতে। এতে বরং দলটিকে অসম্মান করা হয়। নিজের এক্স অ্যাকাউন্টে জাফর বলেন, ‘এই জয়কে অঘটন বলে আফগানিস্তানকে অসম্মান করবেন না। নিজেদের দিনে তারা যে কোনো দলকে হারিয়ে দিতে পারে। তারা নিজেদের সেরাটা দিয়ে খেলেছে এবং অস্ট্রেলিয়াকে হারিয়েছে। যা হয়েছে, সেটি উদযাপন করা উচিত।’