আফগানিস্তান ম্যাচ বয়কটের বিপক্ষে ইংল্যান্ড অধিনায়ক
চ্যাম্পিয়ন্স ট্রফিতে আগামী ২৬ ফেব্রুয়ারি আফগানিস্তানের মুখোমুখি হবে ইংল্যান্ড। এর আগেই ম্যাচটি ঘিরে তৈরি হয়েছে জটিলতা। পাকিস্তানের লাহোরে অনুষ্ঠেয় ম্যাচটিতে ইংল্যান্ড যেন অংশ না নেয়, সেজন্য ১৬০ জন ব্রিটিশ রাজনীতিবিদ চিঠি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ডকে।
ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) অবশ্য সেই ডাকে সাড়া দেয়নি। এবার এই বিষয়ে কথা বলেছেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। ম্যাচ বয়কটের যে আহ্বান করেছেন ব্রিটিশ রাজনীতিবিদরা, তার বিপক্ষে অবস্থান নিয়েছেন তিনি। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানে প্রকাশিত প্রতিবেদন অনুসারে বাটলার জানিয়েছেন, আফগানিস্তানের সঙ্গে ইংর্যান্ডের ম্যাচটি অবশ্যই খেলা উচিত।
বাটলার বলেন, ‘আমাদের ক্রিকেটাররা এসব নিয়ে চিন্তিত নয়। এগুলো সামাল দেওয়ার জন্য বিশেষজ্ঞরা আছেন। একজন ক্রিকেটার হিসেবে আমি চাই না, খেলায় কোনো রাজনৈতিক প্রভাব পড়ুক। আশা করি, আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাব, আফগানিস্তানের সঙ্গে ম্যাচটি খেলব এবং ভালো একটি টুর্নামেন্ট কাটাব।’
ব্রিটিশ রাজনীতিবিদদের সেই চিঠির ভাষ্য অনুযায়ী, আফগানিস্তানে তালেবান শাসন কায়েম হওয়ার পর নারীরা অধিকার হারাচ্ছে। বিশেষ করে, ক্রীড়াক্ষেত্রে নারীদের অংশ নিতে দিচ্ছে না তালেবান সরকার, যা দেশটির সাধারণ জনগণের ওপর প্রভাব ফেলছে। আমরা ক্রিকেটের বিষয়গুলো বুঝি। তবু, ইসিবিকে আহবান জানাচ্ছি, আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি যেন তারা বয়কট করে।