লাল সবুজের পতাকা আজ কেন লাল?
কোটা সংস্কার আন্দোলন নিয়ে দেশের বিশ্ববিদ্যালয়গুলো উত্তাল। এক দফা এক দাবিতে রাজপথের আন্দোলনে শিক্ষার্থীরা। আর আন্দোলনের রেশ ধরে গত দুইদিনে বিশ্ববিদ্যালয়গুলোতে আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় বইছে। হামলাকারীদের শাস্তিসহ শিক্ষার্থীদের নিরাপত্তার দাবি জানিয়েছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। একইসঙ্গে হতবিহ্বল হয়ে পড়ছেন দেশ-বিদেশের সর্বস্তরের মানুষ। সেই হতাশা গ্রাস করেছে জনপ্রিয় অভিনেতা আফরান নিশোকেও।
গতকাল বুধবার (১৭ জুলাই) সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে আফরান নিশো লিখেছেন, ‘আমার সোনার বাংলা আমাদের প্রাণ লাল সবুজের পতাকা সবুজের মাঝে লাল। বাবা মুক্তিযোদ্ধা, চেতনা- লড়ব যদি যাক প্রাণ, লাল সবুজের পতাকা... তাদেরই প্রতিদান তাদের আত্মত্যাগের ঘ্রাণ।’
তিনি আরও লিখেন, ‘তবে আজ কেন এত লাল? সবুজে লাল খুঁজি, লালে সবুজ নয়। পতাকা হচ্ছে রক্তাক্ত, পুরো জাতি কি আজ অবুঝ? বলেন না? মা বলেন, আর চাইনা লাল, ফিরিয়ে দাও আমার সবুজ। লাল সবুজের পতাকায় আজ কেন এত লাল?’
সবশেষে তিনি আরও লিখেন, ‘শান্তি চাই। হোক সংস্কার। অপমান চাই না। রক্তাক্ত রাজপথ চাই না। হোক সমাধান। লাল সবুজের পতাকায় আর তো লাল চাই না।’
প্রসঙ্গত, চলমান কোটা সংস্কার আন্দোলনে শতাধিক ছাত্রছাত্রী আহত হয়েছেন, নিহত হয়েছেন ছয় জন। এ অবস্থায় সারা দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং অধিভুক্ত কলেজের শিক্ষা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধের নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয়ও তাদের সব কলেজ বন্ধ ঘোষণা করেছে।