আজ আমাদের নেতা আসছে : অনন্য মামুন
শিক্ষার্থীদের এক দফা দাবি ও অসহযোগ আন্দোলনের তোপের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। এ খবর পাওয়া মাত্রই বিজয় উল্লাস করতে দলে দলে রাস্তায় নেমে আসে রাজধানীসহ দেশের সকল শ্রেণি-পেশার সাধারণ মানুষ।
এদিকে সরকার পতনে পুলিশ ব্যবস্থা ভেঙে পড়ার পর ডাকাত আতঙ্কে নির্ঘুম রাত কেটেছে ঢাকাসহ সারা দেশের মানুষের মধ্যে। এরই মধ্যে ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে দেশে অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে দেশে ফিরবেন ড. মুহাম্মদ ইউনূস। এজন্য নির্মাতা অনন্য মামুন তার ফেসবুক পোস্টে উল্লেখ করেছেন ‘অপেক্ষা করো আজ আমাদের নেতা আসছে’।
এই প্রসঙ্গে আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুর ১২ টায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে অনন্য মামুন লিখেছেন, ‘তোমরা যারা দেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য নাটক করছো এই পোস্টটা তাদের জন্য। আমাদের বাংলাদেশ সকল ধর্মের মানুষ নিরাপদ। বিছিন্ন কিছু ঘটনা সব দেশেই ঘটে।’
সবশেষ তিনি লেখেন, ‘অপেক্ষা করো আজ আমাদের নেতা আসছে। দেখবা নেতা, ছাত্র ও দেশপ্রেমিক জনসাধারণ মিলে দেশটা কিভাবে পরিবর্তন করে।’