আশুলিয়ায় বৈষম্য নিরোধ ও বোনাস বাড়ানোর আশ্বাসে খুলছে পোশাক কারখানা
নিয়োগে নারী-পুরুষ সম-অধিকার এবং হাজিরা বোনাস বাড়ানোর আশ্বাসে খুলেছে শিল্পাঞ্চল আশুলিয়ার বেশিরভাগ পোশাক কারখানা। তবে, তৈরি পোশাক খাতের পরিস্থিতি স্বাভাবিক হয়নি এখনও। যৌথ বাহিনীর সমন্বয়ে আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) তৈরি পোশাক শিল্প কারখানাগুলোর নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন পুলিশ, আর্মড পুলিশ, শিল্প পুলিশ, র্যাব বিজিবি ও সেনা সদস্যরা।
সরেজমিনে দেখা গেছে, ঝুঁকিপূর্ণ বিভিন্ন কারখানার সামনে মোতায়ন করা হয়েছে সেনাবাহিনীর সাঁজোয়া যান, র্যাব ও পুলিশের রায়ট কার।
জানা গেছে, আশুলিয়ার শিল্পাঞ্চলে রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানার শ্রমিকদের হাজিরা বোনাস ২২৫ টাকা বাড়ানোর পাশাপাশি নিয়োগে নারী-পুরুষ বৈষম্য থাকবে না—এমন আশ্বাস দিয়ে আজ মঙ্গলবার থেকে সব কারখানা খোলা রাখার ঘোষণা দেয় তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ। চলমান পরিস্থিতি নিয়ে টানা ছয় ঘণ্টার বৈঠক শেষে গতকাল রাতে আশুলিয়া শিল্পাঞ্চলের সমন্বয় সভা থেকে এই সিদ্ধান্ত জানানো হয়।
রাজধানীর উত্তরায় বিজিএমইএ ভবনে সংগঠনের সভাপতি খন্দকার রফিকুল ইসলামের সভাপতিত্ব শীর্ষ পোশাক শিল্প মালিকের এই সভায় যোগ দেন সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের কমান্ডার মেজর জেনারেল মো. মইন খানসহ যৌথ বাহিনীর প্রতিনিধিরা।
শিল্প পুলিশের প্রধান ছিবগাত উল্লাহ বলেন, গত কয়েকদিনের তুলনায় আজকের পরিস্থিতি অনেকটা ভালো। শিল্পাঞ্চলের উৎপাদন কার্যক্রমের প্রতি নজর রাখা হচ্ছে। বেতন বৈষম্য, হাজিরা বোনাস, টিফিন বিল বাড়ানো ও কর্মী ছাঁটাই বন্ধসহ বিভিন্ন দাবির মুখে গতকালও শিল্পাঞ্চল আশুলিয়ায় ৭৯টি কারখানার কার্যক্রম বন্ধ থাকে।