ক্রসফায়ার নিয়ে নির্মিত বাংলাদেশি সিনেমা যাচ্ছে তাসভির ফিল্ম ফেস্টিভালে
সিলেকশন সিনেকুয়েস্টের পর এবার দক্ষিণ এশিয়ান সিনেমার উৎসব তাসভির ফিল্ম ফেস্টিভ্যালে অফিশিয়াল সিলেকশন পেয়েছে শাহনেওয়াজ খান সিজু নির্মিত ‘নট আ ফিকশন’। এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো অস্কার কোয়ালিফাইং উৎসবে সিলেকশন পেলো আইনবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে নির্মিত এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি।
দক্ষিণ এশিয়ান ডায়াস্পোরার ১১০টি চলচ্চিত্র নিয়ে আয়োজিত এই উৎসবটি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির সিয়াটল শহরে আগামী ১৫ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে। চলবে ২০ অক্টোবর পর্যন্ত।
কী-নোট স্পিকার হিসেবে উপস্থিত থাকবেন অস্কার মনোনীত ভারতীয়-কানাডিয়ান নির্মাতা দীপা মেহতা। এছাড়া থাকছেন অমিতাভ বচ্চন, পায়েল কাপাডিয়াসহ আরও অনেকে।
আগামী ১৮ অক্টোবর ‘নট আ ফিকশন’-এর সিয়াটল প্রিমিয়ার অনুষ্ঠিত হবে উৎসবের মূল ভেন্যুতে। যেখানে ছবিটি লড়াই করবে সেরা অডিয়েন্স চয়েস ও জুরি এওয়ার্ডের জন্য। এই উৎসবের সেরা স্বল্পদৈর্ঘ্যের পুরস্কার ছিনিয়ে আনতে পারলে নুহাশ হুমায়ুনের পরে ২য় বাংলাদেশি নির্মাতা হিসেবে অস্কারে কোয়ালিফাই করবেন সিজু।
আইনবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে নির্মিত এই চলচ্চিত্রটি। নির্মাতা সিজু জানান, তাসভিরের মতো এতো বড় উৎসবে যাওয়াটা নিঃসন্দেহে আনন্দের খবর। সব ঠিক থাকলে আগামি ১৩ অক্টোবর সিয়াটলের উদ্দেশে উড়াল দেব।
তিনি আরও বলেন, শেখ হাসিনা সরকারের আমলে আইনবহির্ভূত হত্যাকাণ্ডের মতো স্পর্শকাতর একটা বিষয় নিয়ে কীভাবে ছবিটা বানিয়েছি, তা আমার কাছের মানুষেরা জানে। সবসময়য় ভয় পেতাম, কখন যেন আবার ‘আয়নাঘরে’ বন্দি হতে হয়!
এর আগে, গত মার্চে ‘নট আ ফিকশন’-এর আমেরিকান প্রিমিয়ার হয়ে সিলিকন ভ্যালির অস্কার কোয়ালিফায়িং উৎসব ‘সিনেকুয়েস্ট ফিল্ম অ্যান্ড ক্রিয়েটিভিটি ফেস্টিভ্যালে অফিশিয়াল সিলেকশন পায়। এছাড়া দক্ষিণ এশিয়ার একমাত্র স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে গত বছরের অক্টোবরে ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় কানাডার হ্যামিল্টন ফিল্ম ফেস্টিভ্যালে।
সিজুর সঙ্গে নট আ ফিকশনের সহপ্রযোজক হিসেবে কাজ করেছেন কান চলচ্চিত্র উৎসবের ফিপ্রেস্কি জুরি এবং সাংবাদিক সাদিয়া খালিদ রীতি। এছাড়া, এ সিনেমায় অভিনয় করেছেন উদয়ন রাজীব, নাঈমুল আলম মিশু, ঐশিক সামি আহমেদ, রুদ্রনীল আহমেদ, জাওয়াদ সৌধ ও মিথুন।