দেশে ফিরছেন মুশফিকরা, সাকিব গেলেন কোথায়?
চেন্নাইয়ের পর কানপুর টেস্টে বড় হারে ভারতের বিপক্ষে হোয়াইটওয়াশের লজ্জা পেয়েছে বাংলাদেশ। সামনে টি-টোয়েন্টি সিরিজ, এর আগে এমন পরাজয় বাংলাদেশের জন্য বড় ধাক্কা বটে। টেস্ট সিরিজ শেষ হওয়ায় দেশে ফিরছেন স্কোয়াডের বেশ কয়েকজন ক্রিকেটার। থেকে যাচ্ছেন টি-টোয়েন্টি দলে সুযোগ পাওয়া ক্রিকেটাররা। প্রশ্ন হলো অলরাউন্ডার সাকিব আল হাসান কোথায়? তিনিও কি দলের সঙ্গে দেশে ফিরছেন?
উত্তর হলো না! সরকারের পক্ষ থেকে নিরাপত্তার নিশ্চয়তা না মেলায় তার সহসাই দেশে ফেরা হচ্ছে না। জানা গেছে, যুক্তরাষ্ট্রের উদ্দেশে যাত্রা করতে গতকাল রাতেই টিম হোটেল ছেড়েছেন তিনি। আর মুশফিক-মুমিনুলরা ফিরছেন বৃহস্পতিবার।
দেশে ফেরার সুযোগ না থাকায় আপাতত যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্রিকেট লিগের (এনসিএল) আয়োজনে সিক্সটি স্ট্রাইক্স টুর্নামেন্টে খেলার কথা এই অলরাউন্ডারের। সেই টুর্নামেন্টে খেলবেন দেশসেরা ওপেনার তামিম ইকবালও। ৬ দলের এই টুর্নামেন্ট শুরু হবে আগামী ৪ অক্টোবর। আর চলবে ১৪ অক্টোবর পর্যন্ত। যদিও ভিন্ন ক্লাবের হয়ে মাঠ মাতাবেন এই দুই তারকা। তামিম খেলবেন টেক্সাস গ্ল্যাডিয়েটর্সের হয়ে। আর সাকিবের দল লস অ্যাঞ্জেলস ওয়েভস।
এর আগে, কানপুর টেস্ট চলাকালীন নিজের অবসরের বিষয়ে জানান সাকিব। চলতি মাসে বাংলাদেশের মাটিতে দক্ষিণ আফ্রিকা সিরিজ দিয়ে সাদা পোশাক তুলে রাখার ইচ্ছা পোষণ করেছিলেন। যদিও আপাতদৃষ্টিতে তার দেশে ফিরে খেলার তেমন কোনো সম্ভাবনা নেই। তাই কানপুর টেস্টকেই ধরে নেওয়া হয়েছে সাকিবের বিদায়ী টেস্ট।