চেন্নাইয়ের রহস্যময় পোস্ট, সাকিব কি ধোনির দলে খেলবেন?
এবারের আইপিএলে এখনও দল পাননি সাকিব আল হাসান। বাংলাদেশ দলের সাবেক এই অলরাউন্ডার কোন দলে খেলবেন, তা জানতে ভক্তদের কৌতূহলের শেষ নেই। আসন্ন আইপিএলে সাকিবকে কারা দলে ভেড়াতে পারে, এমন একটি আভাস পাওয়া গেছে। টুর্নামেন্টের অন্যতম সফল দল চেন্নাই সুপার কিংস (সিএসকে) তাকে নেওয়ার ইঙ্গিত দিয়েছে।
নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে সিএসকে রহস্যময় একটি পোস্টার প্রকাশ করেছে। যাতে তারা রবীন্দ্র জাদেজার একটি ছবির সঙ্গে আরেকটি ছবির অবয়ব জুড়ে দিয়েছে। সেই অবয়বটি সাকিবের। পোস্টারে লেখা—কে হতে পারে জাদ্দুর (জাদেজা) জমজ অলরাউন্ডার? পোস্টারে প্রশ্ন ছুঁড়ে দেওয়ার পাশাপাশি ক্যাপশনে সিএসকে লিখেছে— থালাপতির সঙ্গে কে? নিজের স্কোয়াড তৈরি করুন এখনই।
আসন্ন আইপিএলের নিলামে সাকিবের ভিত্তিমূল্য ধরা হয়েছে এক কোটি রুপি। সম্প্রতি মাঠ ও মাঠের বাইরে সময়টা ভালো যাচ্ছে না সাকিবের। অবসর নিয়েছেন আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে। সবমিলিয়ে, শঙ্কা জেগেছে সাকিবকে কেউ দলে নেয় কি না। এর মধ্যে চেন্নাইয়ের পোস্ট যেন আশার সঞ্চার করেছে সাকিব ভক্তদের মনে।
সাকিবের আইপিএল ক্যারিয়ার যথেষ্ট সমৃদ্ধ। কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে শিরোপা জিতেছেন দুবার। অংশ নিয়েছেন মোট আটটি আসরে। টুর্নামেন্টে ৭১ ম্যাচে সাকিবের রান ৭৯৩, উইকেট ৬৩টি। এমন একজনকে চেন্নাই দলে নেবে কি না, সেটি জানা যাবে আগামী ২৪ ও ২৫ নভেম্বরের নিলামে।