জামালপুরে মাহিন্দ্রাচাপায় সাংবাদিক নিহত
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/10/16/jamalpur_kurban_pic.jpg)
জামালপুরে মাহিন্দ্রা ট্রাক্টরের চাপায় কুরবান আলী (৬২) নামে এক স্থানীয় সাংবাদিক নিহত হয়েছেন। আজ বুধবার (১৬ অক্টোবর) দুপুরে জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক সড়কের মেলান্দহ উপজেলার শাহজাদপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাংবাদিক কুরবান আলী মেলান্দহ উপজেলার বীর হাতিজা গ্রামের আব্দুল কাদের মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মেলান্দহ উপজেলার শাহজাদপুর খানবাড়ী মোড়ে মোটরসাইকেল থামিয়ে মোবাইল ফোন কথা বলছিলেন সাংবাদিক কুরবান আলী। এ সময় ইসলামপুর থেকে আসা জামালপুরগামী একটি মাহিন্দ্র ট্রাক্টর তাঁকে চাপা দেয়। এরপর গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে তাঁকে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌছার আগেই মাহিন্দ্রা ট্রাক্টরের চালক ট্রাক্টর নিয়ে পালিয়ে গেছেন।
সাংবাদিক কুরবান আলী দৈনিক প্রাণের বাংলাদেশ পত্রিকার ইসলামপুর উপজেলা প্রতিনিধি ও ইসলামপুর উপজেলা প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহসভাপতি ছিলেন। এ ছাড়া কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় নেতা ও জেলা পল্লী বিদ্যুৎ সমিতির এলাকা পরিচালক ছিলেন তিনি।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুজ্জামান বলেন, মাহিন্দ্রাগাড়ি চাপায় একজন সাংবাদিক নিহত হয়েছেন। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে, তবে কাউকে আটক করা হয়নি।