মালদ্বীপ ম্যাচের জন্য বাংলাদেশের পুরো স্কোয়াড ঘোষণা
অক্টোবরে খেলার বাইরে ছিল বাংলাদেশ ফুটবল দল। নভেম্বরের মাঝামাঝি অবশ্য মাঠে নামছে পুরুষ ফুটবলাররা। ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে বাংলাদেশ সফরে আসবে নেপাল। আগামী ১৩ ও ১৬ নভেম্বর কিংস অ্যারেনায় অনুষ্ঠিত হবে ম্যাচ দুটি।
ম্যাচ দুটির জন্য দুই ধাপে স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। প্রথমে ১৬ জন এবং পরবর্তীতে আরও ১১ জনের নাম ঘোষণা করা হয়। আজ বুধবার (৬ নভেম্বর) ২৭ জনের প্রাথমিক স্কোয়াড দিয়েছে বাফুফে। তাদের নিয়ে শুরু হয়েছে অনুশীলন ক্যাম্প। এর মধ্যেই ফুটবলাররা যোগ দিতে শুরু করেছেন ক্যাম্পে।
তবে, ২৭ সদস্যের এই স্কোয়াডে রাখা হয়নি জামাল ভূঁইয়াকে। বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ককে ছাড়াই সাজানো হয়েছে দল। সেই হিসেবে আসন্ন ম্যাচগুলোতে নতুন অধিনায়ক পাচ্ছে বাংলাদেশ। জামালকে কেন দলে রাখা হয়নি, সেটি জানায়নি বাফুফে।
প্রীতি ম্যাচ হলেও দুটি ম্যাচেই বাংলাদেশের জন্য বেশ গুরুত্বপূর্ণ। সম্প্রতি ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। বর্তমানে তারা আছে ১৮৫ নম্বরে। মালদ্বীপের বিপক্ষে ম্যাচ দুটি জিততে পারলে র্যাঙ্কিংয়ে আরও উন্নতি হবে হাভিয়ের কাবরেরার শিষ্যদের। আগামী মাসে অনুষ্ঠেয় এশিয়ান কাপের বাছাইয়ের ড্রয়ে যা সুবিধা দিতে পারে বাংলাদেশকে।