বিবাহবার্ষিকীতে জানা গেল তমালিকার বিয়ের খবর
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2025/01/20/tamalika-karmakar-with-husband-1-r09xrb3p56imu5dp97iyxp16lwfmyqdn1ftgszhb14.jpg)
স্বামীর সঙ্গে তমালিকা। ছবি : ফেসবুক থেকে নেওয়া
অভিনেত্রী তমালিকা কর্মকার গেল প্রায় পাঁচ বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। গুঞ্জন ছিল, সেখানে বিয়ে করেছেন তিনি। তবে কেউই সেটা নিশ্চিত করেননি।
এবার অভিনেত্রী নিজেই বিয়ের খবর প্রকাশ্যে আনলেন। সোমবার সামাজিক মাধ্যমে স্বামী প্রভীনকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেন তমালিকা। তবে কবে, কখন, কোথায় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে এই ব্যাপারে কিছু বলেননি।
ফেইসবুকে স্বামীর সাথে ছবি পোস্ট করে ক্যাপশনে তমালিকা লিখেছেন, ‘শুভ বিবাহবার্ষিকী প্রভীন’।
ঘনিষ্ঠদের ভাষ্য মতে, অনেকদিন আগেই বিয়ে করেছেন তমালিকা ও প্রভীন। অভিনেত্রীর খুব কাছের মানুষেরা এ বিষয়ে জানতেন। তবে এই দম্পতির কেউই বিয়ের বিষয়টি আনুষ্ঠানিকভাবে কাউকে জানাতে চাননি।