এনআইডি সার্ভারের তথ্য ফাঁস ঠেকাতে অভিযানে যাবে ইসি
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2025/02/13/ec_bulding.jpg)
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সার্ভারের তথ্য ফাঁস ঠেকাতে যাচাই সেবা গ্রহণকারী প্রতিষ্ঠানগুলোতে ‘আকস্মিক অভিযান’ পরিচালানা করবে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রটি বলছে, ইসির একটি টিম আকস্মিক বা যেকোনো সময় অভিযানে যাবে। অভিযানের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। একটি টিম গঠন করা হবে দ্রুতই। তবে, কখন কোন প্রতিষ্ঠানে অভিযানে যাবে, তা কেউ জানবে না।
এ ব্যাপারে অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর বলেন, জনবলের অভাবে চুক্তিবদ্ধ সব প্রতিষ্ঠানে যাচাই করা সম্ভব হচ্ছে না। একটি টিম গঠন করা হবে, তারপর টিমটি আকস্মিক যেকোনো সময় বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করবে। ওই টিম যে তথ্য চাইবে তা দিতে হবে। কোনো সমস্যা না থাকলে তো ভালো। আর সমস্যা থাকলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
হুমায়ুন কবীর বলেন, জাতীয় পরিচয়পত্র যাচাই সেবা গ্রহণকারী অর্থ মন্ত্রণালয়ের আইবাস এবং স্বাস্থ্য অধিদপ্তরসহ পাঁচ প্রতিষ্ঠান থেকে তথ্য ফাঁসের প্রাথমিক প্রমাণ মিলেছে। তাদের শোকজ করা হয়েছে। প্রতিষ্ঠানগুলোর শোকজের জবাবের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে। খতিয়ে দেখা হচ্ছে তথ্য পাচারের ঘটনা ইচ্ছাকৃত কি না।
এর আগে ইসি সচিব আখতার আহমেদ বলেছিলেন, ১৮২টি প্রতিষ্ঠান নির্বাচন কমিশনের কাছ থেকে এনআইডির তথ্য যাচাই করে। বেশ কিছু প্রতিষ্ঠান থেকে আবার অন্য প্রতিষ্ঠানে সেবা নিচ্ছে, যা চুক্তির শর্ত ভঙ্গ করে। কোন প্রতিষ্ঠানের কতটুকু তথ্য প্রয়োজন, যতটুকু নিচ্ছে তা বেশি নিচ্ছে কি না, তা পর্যালোচনা করা হবে। যে প্রতিষ্ঠানগুলো থেকে তথ্য ফাঁসের প্রাথমিক প্রমাণ মিলেছে সেগুলো, স্বাস্থ্য অধিদপ্তর, ইউসিবি ব্যাংকের উপায়, চট্টগ্রাম পোর্ট অথরিটি, মহিলাবিষয়ক অধিদপ্তর ও অর্থ মন্ত্রণালয়ের আইবাস।
গত সোমবার থেকে ১৮৩টি প্রতিষ্ঠানের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে নির্বাচন কমিশন। আজ বৃহস্পতিবার শেষ ধাপের বৈঠক অনুষ্ঠিত হবে।