শেষ হচ্ছে গেম অব থ্রোনস?
কে বসবে বহুল প্রতীক্ষিত ‘আয়রন থ্রোনে’? হোয়াইট ওয়াকারদের দেয়াল পেরোনোর পর কি শাসন করার মতো কিছু অবশিষ্ট থাকবে? কিংবা এত সব যুদ্ধ ডিঙিয়ে কি আদৌ কেউ বেঁচে থাকবে? আপাতত এসব প্রশ্নই ঘুরপাক খাকছে এইচবিওর দুনিয়া মাতানো টিভি সিরিজ ‘গেম অব থ্রোনস’ ভক্তদের মনে। কিন্তু সবকিছু ছাপিয়ে যে সত্যটি শঙ্কায় ফেলছে ভক্তদের, তা হলো এর সমাপ্তি। গল্পের মোড় দেখেই অনেকে বুঝতে পারছেন, সময় প্রায় শেষ এই সিরিজের। প্রশ্ন হলো, কবে শেষ হচ্ছে এই মহারণ?
চলতি কিস্তি মিলিয়ে এখন পর্যন্ত ছয়টি সিজন শেষ করেছে অ্যামি বিজয়ী এই সিরিজ। বছরখানেক আগে সিরিজের নির্মাতা ডেভিড বেনিওফ আর ডিবি ওয়েইস হলিউড রিপোর্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, জনপ্রিয় এই ফ্যান্টাসি ড্রামাকে ন্যূনতম আরো এক বা দুই সিজন টানার পরিকল্পনা আছে তাঁদের।
নির্মাতাদের ইচ্ছা, সপ্তম সিজনে সাতটি আর শেষের সিজন আট পর্বে সমাপ্ত করতে চান তাঁরা। সে ক্ষেত্রে কিছুটা বাড়তে পারে সময়বিন্যাস।
তবে সাবস্ক্রিপশন ক্যাবল নেটওয়ার্কের ইচ্ছাটা আরো একটু বিস্তৃত। বাড়তি মুনাফার জন্য এমন সোনার ডিমপাড়া সিরিজ তো তারা একটু লম্বা সময় ধরে চালাতে চাইবেনই! এ প্রসঙ্গে এইচবিওর প্রেসিডেন্ট মাইকেল লম্বার্ডো বলেন, ‘এ রকম কাজগুলোর ক্ষেত্রে এই শেষের অংশটিই বেশি কঠিন। ডেভিড আর ডেনের শুরু করা এই অভিযান শেষটাও হবে তাঁদের ইচ্ছামতোই। এ সিরিজের একজন ভক্ত এবং একজন নেটওয়ার্ক এক্সিকিউটিভ হিসেবে আমাকে যদি বলা হয়, এই শো আরো ১০ বছর ধরে চলুক, আমার কোনো আপত্তি থাকবে না।’
তবে কেবল লাভ-ক্ষতির হিসাবেই আটকে থাকবে না এইচবিও, সেটাও মনে করিয়ে দিয়েছেন লম্বার্ডো। সাবস্ক্রাইবার ক্যাবল নেটওয়ার্ক হিসেবে প্রতিষ্ঠানটি সৃষ্টিশীলতা আর গুণগত মানের জন্য প্রশংসিত। এ কারণেই স্রেফ লাভের আশায় লাগামহীন গল্প দিয়ে জনপ্রিয় কোনো সিরিজকে বাঁচিয়ে রাখার প্রয়াস এইচবিও কখনো নেবে না—এ ইঙ্গিতও জানাতে ভুল করেননি লম্বার্ডো। কাজেই গল্প না জমলে এই সিজনটাই দর্শকদের ‘শেষ দেখা’ হতে পারে, বুঝিয়ে দিয়েছেন এন্টারটেইনমেন্ট উইকলিকে।
এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা না থাকলেও হলিউড রিপোর্টারকে অভিনেতা-অভিনেত্রীদের অনেকেও জানিয়েছেন যে সমাপ্তি নিকটবর্তী। তবে আগামী কিস্তির গল্প নিয়ে কোনো ধারণা নেই তাঁদেরও। কারণ, দর্শক ও পাঠকের গোলকধাঁধায় রাখার জন্য লেখক জর্জ আর মার্টিন ঘোষণা দিয়েছেন, পরবর্তী কিস্তির মুক্তির আগ পর্যন্ত ‘আ সং অব আইস অ্যান্ড ফায়ার’-এর শেষ কিস্তি ‘দ্য উইন্ডস অব উইন্টার’ বইটিও প্রকাশ করা হবে না।