শাহবাগে গণজাগরণ মঞ্চের জমায়েত
গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেছেন, ‘আশা করছি আজই যুদ্ধাপরাধী মীর কাসেম আলীর রায় কার্যকর করা হবে।’ তিনি বলেন, ‘এরপর জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ করা সহজ হবে।’
আজ শনিবার সন্ধ্যায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সাংবাদিকদের এ কথা বলেন ইমরান সরকার। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যেকোনো সময় মীর কাসেম আলীর ফাঁসি কার্যকর হতে পারে। এর কাশিমপুর কারাগারেও নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা। আর অবিলম্বে কাসেম আলীর ফাঁসির দাবিতে শাহবাগে জড়ো হচ্ছে গণজাগরণ মঞ্চের কর্মী ও সমর্থকরা।
সন্ধ্যার পর থেকেই জাতীয় জাদুঘরের সামনে জড়ো হতে থাকেন গণজাগরণ মঞ্চের কর্মীরা।
ইমরান এইচ সরকার বলেন, ‘আমরা আশা করছি আজ কুখ্যাত যুদ্ধাপরাধী মীর কাসেম আলীর ফাঁসির রায় কার্যকর করা হবে। রায় কার্যকর হওয়া পর্যন্ত আমরা শাহবাগে অবস্থান নেব। যদি আজ কার্যকর না হয় তবে আগামীকালও আমরা শাহবাগে অবস্থান নেব।’
ইমরান এইচ সরকার আরো বলেন, ‘দুই বছর আগে জামায়াতে ইসলামীর অর্থ জোগানদাতা এ ব্যক্তির রায় হয়। মীর কাসেম আলী ইসলামী ছাত্রসংঘের নেতা ও পরবর্তী সময়ে ছাত্রশিবিরের প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন। এ রায় কার্যকরের মাধ্যমে একটি যুগের অবসান হবে।’