ফ্রান্সের পরমাণু কেন্দ্রে বিস্ফোরণ
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/02/09/photo-1486652927.jpg)
ফ্রান্সের পরমাণু শক্তি কেন্দ্রে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে কেন্দ্রের কর্মকর্তারা জানিয়েছেন, এটা পরমাণু সংক্রান্ত কোনো বিস্ফোরণ নয়।
মেইল অনলাইন জানিয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১০টায় ওই ঘটনা ঘটে।
পরমাণু কেন্দ্রের জ্যেষ্ঠ কর্মকর্তা জ্যঁ উইকস্কি জানান, ‘নিউক্লিয়ার জোনের’ বাইরে ‘ভেন্টিলেটর’ এ বিস্ফোরণের ঘটনা ঘটে। পাঁচজন কর্মী শ্বাসকষ্টজনিত কারণে অসুস্থ হলে তাঁদের চিকিৎসা দেওয়া হয়। এর চেয়ে বেশি কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
ফ্রান্সের পরমাণু কেন্দ্রটি ইংলিশ চ্যানেলের কাছাকাছি। ব্রিটেনের উপকূলীয় এলাকা থেকে মাত্র ১০০ মাইল দূরে অবস্থিত।
কেন্দ্রের পরিচালক অলিভার মারমিয়ন বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘এটা গুরুত্বপূর্ণ কারিগরি বিষয়, তবে এটা পরমাণু দুর্ঘটনা ঘটাবে না।’ তিনিও জানান, বিস্ফোরণের ঘটনা ঘটেছে ‘নিউক্লিয়ার জোনে’র বাইরে।
ওই পরমাণু কেন্দ্রের এক কর্মচারী জানান, বিস্ফোরণের পর ঘটনাস্থলে আগুনও লেগে যায়। পরে কেন্দ্রের কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার জন্য কাজ শুরু করেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আসা নিশ্চিত করেন।
১৯৮০ সালে ওই পরমাণু কেন্দ্রটি স্থাপিত হয়।