গৃহবধূকে ধর্ষণের দায়ে শ্বশুরের যাবজ্জীবন
নাটোরে পুত্রবধূকে ধর্ষণের দায়ে শ্বশুরকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে নাটোরের জেলা ও দায়রা জজ রেজাউল করিম এ রায় দেন।
রায় ঘোষণার সময় শ্বশুর জামাল হোসেন আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়।
মামলার বিবরণীতে জানা যায়, ২০০৭ সালের ২১ মে নাটোরের লালপুর উপজেলার এক গৃহবধূকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করেন তাঁর শ্বশুর জামাল হোসেন। এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে আদালতে মামলা করেন। এই ঘটনায় পুলিশ জামাল হোসেনকে গ্রেপ্তার করে। পরে তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয়। আদালত অভিযোগ গঠন করে বিচার শুরু করে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী স্পেশাল পিপি শাহজাহান কবির জানান, মামলাটি বিচারের জন্য জেলা ও দায়রা জজ আদালতে পাঠানো হলে প্রয়োজনীয় সাক্ষ্য-প্রমাণ শেষে বিচারক আজ এ রায় দেন।