বাজেট কমায় ফরাসি সেনাপ্রধানের পদত্যাগ
প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরোঁর সঙ্গে সেনা বাজেট সংকোচন নিয়ে মতবিরোধের জেরে পদত্যাগ করেছেন ফ্রান্সের সেনাপ্রধান।
সেনাপ্রধান জেনারেল পিয়েরে ডি ভিলিয়ার্স এক বিবৃতিতে জানান, তিনি এই কম বাজেটে সেনাবাহিনীর দৃঢ়তা ধরে রাখতে পারবেন না। সে কারণেই তিনি ফ্রান্সের নিরাপত্তার কথা ভেবে পদত্যাগ করছেন।
গত সপ্তাহে ফ্রান্স সরকার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কমন অ্যাগ্রিকালচারাল পলিসির (সিএপি) আওতায় ব্যয় সংকোচন নীতি প্রকাশ করেছে।
প্রেসিডেন্ট ম্যাকরোঁ জানান, তিনি সেনাবাহিনীর এই ব্যয় সংকোচন নীতির বিরোধিতা একদম সহ্য করবেন না।
স্থানীয় সংবাদমাধ্যম লা জার্নাল দু ডিমাঁশকে প্রেসিডেন্ট ম্যাকরোঁ বলেন, ‘যদি সেনাপ্রধান কোনো বিষয়ে প্রেসিডেন্টের বিরোধিতা করেন, তবে তিনি সাধারণ সেনার কাতারে পৌঁছে যাবেন।’
কিন্তু সেনাপ্রধানের ওপর তাঁর পূর্ণ বিশ্বাস রয়েছে বলেও জানান ম্যাকরোঁ। তিনি সেনাপ্রধানকে স্মরণ করিয়ে দিয়ে বলেন, ‘তিনি অবশ্যই জানেন, নেতৃত্বে শৃঙ্খলা কী এবং তা কীভাবে কাজ করে।’
ডি ভিলিয়ার্স অভিযোগ করে বলেছেন, প্রেসিডেন্টের তাঁর সঙ্গে এই ঘটনায় এমন খারাপ আচরণ করা ঠিক হয়নি। এই আচরণ ছিল খুবই নোংরা।
ডি ভিলিয়ার্স সেনা বাজেট থেকে ৮৫০ মিলিয়ন ইউরো কেটে নেওয়ার বিরোধিতা করেছিলেন। এটা ছিল ম্যাকরোঁর ইইউর সিএপি পরিকল্পনানুযায়ী ব্যয় সংকোচন নীতির অংশ।