৮ বছরেই আবদুল্লাহর গায়ে চড়ল পুলিশের পোশাক!
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/07/31/photo-1501481019.jpg)
শিশুদের কতই না স্বপ্ন থাকে। দুরন্ত শৈশবের দুরন্ত স্বপ্ন পূরণে সব সময় ব্যস্ত সময় কাটায় তারা। এমনই এক শিশু আবদুল্লাহ আলি ইসা আল বালৌশি। আট বছর বয়সী শিশুটির খেয়াল চাপে পুলিশের পোশাক পরবে সে।
যেই ভাবা সেই কাজ। নিজের আবদারের কথা জানিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে একটি পোস্ট দেয় সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) শিশু আবদুল্লাহ। বিষয়টি চোখে পড়ে দুবাইয়ের পুলিশপ্রধান মেজর জেনারেল আবদুল্লাহ খালিফা আল মাররির।
দুবাইভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়, টুইটারে বিষয়টি দেখার পর বাবাসহ আবদুল্লাহকে দুবাইয়ের পুলিশ কার্যালয়ে ডেকে পাঠান পুলিশপ্রধান। সে সময় সেখানে উপস্থিত ছিলেন দুবাই পুলিশের সোশ্যাল মিডিয়া ডিপার্টমেন্ট ও হ্যাপিনেস অ্যান্ড পজিটিভিটি কাউন্সিলের পরিচালক আমনা আল নুসরি।
দুবাইয়ের ওই শীর্ষস্থানীয় দুই কর্মকর্তার উপস্থিতিতে নেওয়া হয় আবদুল্লাহর শরীরের মাপ। তার পর তার হাতে তুলে দেওয়া হয় ফার্স্ট লেফটেন্যান্ট পদমর্যাদার পুলিশের পোশাক। স্বপ্ন পূরণের পর নাকি বেশ খুশি আবদুল্লাহ।