মালির জাতিসংঘ ঘাঁটিতে জোড়া হামলা, নিহত ৭
পশ্চিম আফ্রিকার দেশ মালিতে জাতিসংঘের দুটি ঘাঁটিতে বন্দুকধারীর জোড়া হামলায় সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ১১ জন। নিহতদের মধ্যে তিনজন সেনাসদস্য এবং চারজন জাতিসংঘ মিশনের কর্মী।
মালির জাতিসংঘের মিশনের দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, স্থানীয় সময় সোমবার সকালে দেশটির মোপতির প্রদেশে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের একটি কার্যালয়ে এই হামলা চালানো হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। এই ঘটনার তিন ঘণ্টা পর তিম্বকতুর প্রদেশে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের আরেকটি কার্যালয়ে হামলা চালানো হয়। ওই হামলায় দুজন নিহত হন।
মালিতে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর এক কর্মকর্তা জানান, রাইফেল ও গ্রেনেড নিয়ে দুটি কার্যালয়ের প্রবেশপথে হামলা চালিয়েছিল জঙ্গিরা।
এদিকে এই হামলার ঘটনার পর তিম্বকতুতে সন্ত্রাসীদের একটি আস্তানায় অভিযান চালায় দেশটির পুলিশ। ওই অভিযানে ১৬ জন জঙ্গি নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।