রাজ্জাকের মৃত্যুতে তিনদিন শুটিং বন্ধের ঘোষণা
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/08/21/photo-1503334755.jpg)
বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাকের মৃত্যুর ঘটনায় শোকের ছাড়া নেমে এসেছে চলচ্চিত্র অঙ্গনে। আগামী তিনদিন সব ধরনের শুটিং বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।
আজ সোমবার রাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে রাজ্জাককে দেখতে গিয়ে এ আহ্বান জানান জায়েদ খান।
জায়েদ বলেন, ‘আগামীকাল এফডিসিতে কালো ব্যাচ ধারণ ও মিলাদ মাহফিলের আয়োজন করা হবে। আমরা শিল্প সমিতির পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়েছি, আগামী তিনদিন কোনো শুটিং করব না।’
আজ সন্ধ্যা সোয়া ৬টার দিকে রাজ্জাকের মৃত্যু হয় বলে জানান চিকিৎসক। তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর।
রাজ্জাকের জন্ম ১৯৪২ সালের ২৩ জানুয়ারি, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতার টালিগঞ্জে। তাঁর অভিনীত চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ‘অবুঝ মন’, ‘চোর’, ‘নাচের পুতুল’, ‘নীল আকাশের নিচে’, ‘বেইমান’, ‘জীবন থেকে নেয়া’, ‘রঙবাজ’ ‘ওরা ১১ জন’, ‘আলোর মিছিল;, ‘ছুটির ঘণ্টা’, ‘বাবা কেন চাকর’, ‘অশিক্ষিত’, ‘বড় ভাল লোক ছিল’, ‘চন্দ্রনাথ’ ও শুভদা।
নায়করাজ ১৯৭৬ সালে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন ‘কি যে করি’ ছবিতে অভিনয়ের জন্য। এরপর অশিক্ষিত (১৯৭৮), বড় ভালো লোক ছিল (১৯৮২), চন্দ্রনাথ (১৯৮৪), যোগাযোগ (১৯৮৮) চলচ্চিত্রে জন্য। ২০১১ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তিনি আজীবন সম্মাননা অর্জন করেন।
রাজ্জাক প্রায় ৩০০টি বাংলা ও উর্দু চলচ্চিত্রে অভিনয় করেছেন। নায়করাজ শুধু নায়ক হিসেবেই নয়, পরিচালক হিসেবেও সফল। পরিচালনা করেছেন প্রায় ১৬টি চলচ্চিত্র। সর্বশেষ তিনি ‘আয়না কাহিনী’ ছবিটি নির্মাণ করেছেন। চলচ্চিত্রের বাইরে জাতিসংঘ জনসংখ্যা তহবিলের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করেছেন নায়করাজ রাজ্জাক। তাঁর প্রযোজনা সংস্থার নাম রাজলক্ষ্মী প্রোডাকশন।