নান্দাইলে যুবককে কুপিয়ে হত্যা
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/01/29/photo-1422520920.jpg)
ময়মনসিংহের নান্দাইলে মো. আসিফ পারভেজ টুপন (২০) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশের দাবি, টুপন ছাত্রদলের কর্মী।
নান্দাইল থানার পুলিশ সূত্রে জানা যায়, রাতে বন্ধুদের সঙ্গে নান্দাইল পৌরশহরের চণ্ডীপাশা এলাকায় অবসর সিনেমা হলের পাশের একটি আবাসিক এলাকায় আড্ডা দিতে যান আসিফ। দুর্বৃত্তরা সেখানেই তাঁকে কুপিয়ে গুরুতর আহত করে। তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকার লোকজন পুলিশে খবর দেন।
নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আয়ুবুর রহমান জানান, ধারালো অস্ত্রের আঘাতে আসিফের নাড়িভুঁড়ি বের হয়ে যায়। তাঁর হাত ও পায়ের রগ কেটে ফেলায় প্রচুর রক্তক্ষরণ হতে থাকে। এ অবস্থায় প্রথমে তাঁকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক মো. নুরুজ্জামানের পরামর্শে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
ওসি বলেন, আসিফের মৃত্যুর ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি। হামলাকারীদের ধরতে চেষ্টা চালাচ্ছে পুলিশ।