‘দ্য অ্যালকেমিস্ট’-এর উদ্বোধনী মঞ্চায়ন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের নাটক ‘দ্য অ্যালকেমিস্ট’-এর উদ্বোধনী মঞ্চায়ন হলো শিল্পকলা একাডেমিতে। গতকাল শনিবার সন্ধ্যায় একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চস্থ হয় এই নাটক।
গল্পের নায়কের সঙ্গে মরুকন্যা ফাতিমার পরিচয় এবং প্রেম। তারপর গুপ্তধনের খোঁজে বেরিয়ে পড়া এবং মেষপালক তরুণের অ্যালকেমিস্ট হয়ে ওঠার গল্প দর্শককে আবেশিত করে রাখে।
ব্রাজিলের কথাসাহিত্যিক পাওলো কোয়েলহোর বই ‘দ্য অ্যালকেমিস্ট’ অবলম্বনে নাটকটির নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন বিভাগের শিক্ষক রেজা আরিফ।
বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মুজিব, শতাব্দী, নোমান, তাথৈ, রাকিব, আবির, দোলা, উচ্ছ্বাস, সেতু, সাথী, রাসেল, মিরাজ, নিশাত, নিক্সন, নিশু, ইশিকাসহ আরো অনেকে।