কথা বলবে বার্বি ডল
বাচ্চাদের প্রিয় বার্বি ডল এত দিন চুপচাপ তাকিয়ে থাকলেও এবার সে বাচ্চাদের সাথে কথা বলা শুরু করবে। খেলনা প্রস্তুতকারী প্রতিষ্ঠান মাট্টেলের সাথে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠান টয়টক মিলে ডিজিটাল এই বার্বি ডল তৈরি করেছে।
গত ১৪ ফেব্রুয়ারি নিউইয়র্কে ডলটির পরীক্ষামূলক প্রদর্শনী হয়েছে। হ্যালো বার্বিকে সচল রাখার জন্য লাগবে ইন্টারনেট সংযোগ এবং রিচার্জেবল ব্যাটারি। টয়টকের তৈরি একটি প্রযুক্তির মাধ্যমে কণ্ঠস্বর আলাদা করে চিনতে পারবে ডিজিটাল বার্বি।
‘হ্যালো বার্বি’ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ম্যাট্টলের মুখপাত্র জানিয়েছেন, ‘আমরা সবসময়ই বাচ্চা মেয়েদের কাছ থেকে আবদার পাই যে তারা বার্বির সাথে কথা বলতে চায়। তাদের আবদার রাখতেই আমরা এমন বার্বি তৈরি করেছি যা তাদের সাথে কথা বলবে।’
কথা বলা ছাড়াও বার্বি কৌতুক ও গল্প বলতে পারবে। মজার মজার খেলাও খেলবে বাচ্চাদের সাথে। বার্বির স্মৃতিশক্তিও কিন্তু একদম খারাপ না। অনেক কথাই সে মনে রাখতে পারবে। যেমন, কেউ কথায় কথায় বলল তার নাচ পছন্দ, বার্বি কোনো এক সময় কথায় কথায় সেটা তাকে আবার মনে করিয়ে দেবে।
বার্বির মুখ থেকে কথা শোনার জন্য দরকার হবে ওয়াইফাই সংযোগ। পুরোপুরি চার্জ থাকা অবস্থায় টানা এক ঘণ্টা চালু থাকবে এই বার্বি। এর নেকলেসে থাকবে একটা মাইক্রোফোন, স্পিকার এবং তিনরঙা দুটি এলইডি বাতি। আর রিচার্জেবল ব্যাটারিগুলো এর পায়ে লুকানো থাকবে।
এগুলো কবে বাজারে ছাড়া হবে, সে বিষয়ে বিবিসির এই প্রতিবেদনে কিছু জানানো হয়নি। তবে এর দাম হতে পারে ৭৫ ডলার।