মুক্তি পাচ্ছে পল ওয়াকারের শেষ ছবি
ভারতে আগামী ২ এপ্রিল মুক্তি পেতে যাচ্ছে প্রয়াত অভিনেতা পল ওয়াকার অভিনীত শেষ ছবি ‘ফিউরিয়াস-৭’। ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ সিরিজের এই সপ্তম ছবিটি ইংরেজি, হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় দেখার সুযোগ পাবেন ভারতের দর্শক। ইউনিভার্সাল পিকচার্স ইন্ডিয়া এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বলে জানিয়েছে এনডিটিভি।
ভরপুর অ্যাকশন আর গাড়ি রেসিংয়ের স্টান্টে জমজমাট এই সিরিজের অন্যতম অভিনেতা ছিলেন পল ওয়াকার। তাঁর অভিনীত শেষ এই ছবিতে রয়েছেন ভিন ডিজেল, ডোয়াইন জনসন (দ্য রক) ও মিশেল রদ্রিগেজ। আরো রয়েছেন ‘ট্রান্সপোর্টার’ সিরিজখ্যাত জ্যাসন স্টেথাম। একটি বিশেষ চরিত্রে দেখা যাবে বলিউড অভিনেতা আলি ফজলকে। ছবিতে আরো রয়েছেন জর্ডানা ব্রুস্টার, টাইরিস গিবসন, লুডাক্রিস ও লুকাস ব্ল্যাক। ছবিটি পরিচালনা করেছেন জেমস ওয়ান।
‘আপনি যখন একটি বড় বাজেটের ছবি বানাবেন, তখন আপনার সেট হবে বড়সড়। এর জন্য অনেক বেশি সময়, পরিশ্রম আর বেশি মানুষও দরকার পড়বে। এটি (ফিউরিয়াস-৭) আমার বানানো সবচেয়ে কঠিন আর পরিশ্রমসাধ্য একটি ছবি। আর আমি অনেক গর্বিত এই ছবি নিয়ে’—‘ফিউরিয়াস-৭’ সম্বন্ধে নিজের অনুভূতি এভাবেই জানান পরিচালক জেমস ওয়ান।
পলের ভক্তদের জন্য তিক্তমধুর স্বাদের এক স্মৃতি হতে যাচ্ছে ছবিটি। এই ছবি দিয়ে তাঁরা ‘ব্রায়ান ও’কনর’ চরিত্রে আবারও দেখতে পাবেন প্রিয় তারকা পলকে, এবং অবশ্যই শেষবারের মতো।
মার্কিন অভিনেতা পল ওয়াকার ১৯৭৩ সালের ১২ সেপ্টেম্বর ক্যালিফোর্নিয়ার গ্ল্যান্ডেল শহরে জন্ম নেন। ২০১৩ সালের ৩০ নভেম্বর ক্যালিফোর্নিয়াতেই এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন তিনি। ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ সিরিজের ‘ব্রায়ান ও’কনর’ চরিত্রটির জন্য দারুণ জনপ্রিয় ছিলেন তিনি।