চান্দিনায় অবৈধ সার বিক্রির দায়ে ব্যবসায়ীর জেল
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/03/04/photo-1425454836.jpg)
অনুমোদনহীন সার বিক্রির দায়ে কুমিল্লার চান্দিনা বাজারের সার বিক্রেতা মেসার্স অহিদ অ্যান্ড সন্সের মালিক মো. সুমন মিয়া (২৫) নামের এক ব্যবসায়ীকে ১৭ দিনের জেল ও ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ ছালেহ আহাম্মদ এ রায় দেন।
ইউএনও শেখ ছালেহ আহাম্মদ এনটিভি অনলাইনকে জানান, সোমবার গভীর রাতে চান্দিনা বাজারের গুদামে অভিযান চালিয়ে ৩৬০ বস্তা টিএসপি সার ও ১০০ খালি বস্তা ট্রাক থেকে খালাস করার সময় ব্যবসায়ী সুমনকে আটক করা হয়। এ সময় সার বহনকারী ট্রাকটিও আটক করা হয়।
ইউএনও আরো জানান, চট্টগ্রামের লোহাগাড়ার আমিরাবাদ এলাকার সুলতানা ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠান থেকে এই সার আমদানি করা হয়েছে। বস্তায় উৎপাদন প্রতিষ্ঠানের কোনো নাম-ঠিকানা নেই। এর মান নির্ণয়ের জন্য পরীক্ষা করা হবে।